নিজস্ব প্রতিবেদন : একবার হলে হয়, তিন তিনবার ভুল। রেশন কার্ডে নামের পদবীতে এই তিন তিনবার ভুল আবার যেমন তেমন নয়। যুবকের দত্ত পদবী ভুলের ফলে ‘কুত্তা’ হয়ে গেল ডিজিটাল রেশন কার্ডে। স্বাভাবিকভাবেই এই মারাত্মক ভুলে যুবকের সম্মান নিয়ে টানাটানি শুরু হয়। আর সেই সম্মান ফিরে পেতে শেষমেশ কুকুরের মত ঘেউ ঘেউ করে উঠলেন যুবক। কুকুরের মত এমন ঘেউ ঘেউ করে উঠেছেন তাও আবার বিডিওর সামনেই।
যুবকের এইভাবে বিডিওর সামনে ঘেউ ঘেউ করে ওঠার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। তবে সেই ভিডিও দেখে সামাজিক মাধ্যমে হাসির রোল পড়লেও ওই যুবক কতটা ক্ষোভ নিয়ে এমন কাজ করেছেন তা নিশ্চয় উপলব্ধি করা যায়। ক্ষোভে ফেটে পড়া ওই যুবকের এমন কীর্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন সেখানে উপস্থিত ব্যক্তিরা, এমনকি বিডিও রীতিমত অস্বস্তিতে পড়ে যান।
এমন ঘটনাটি ঘটেছে বাঁকুড়া ২ নম্বর ব্লকের অন্তর্গত কেশিয়াকোল গ্রামে। ওই গ্রামের যুবক শ্রীকান্তি কুমার দত্তের ডিজিটাল রেশন কার্ডে এমন ভুল হয়। বারবার আবেদন জানিয়ে সেই ভুল সংশোধন করতে না পেরে অবশ্য যখন ওই যুবক কুকুরের মত ঘেউ ঘেউ করেন তখন শেষ পর্যন্ত তার রেশন কার্ডে ভুল সংশোধন করে দেন আধিকারিকরা।
যুবকের রেশন কার্ডে এমন ভুলের ঘটনার সূত্রপাত ২০১৫ সালে। সেই সময় ওই যুবক ডিজিটাল রেশন কার্ড বানানোর জন্য আবেদন করেছিলেন। যখন তার হাতে ডিজিটাল রেশন কার্ড আসে তখন তিনি দেখতে পান তার পদবী দত্তের পরিবর্তে হয়েছে মন্ডল। এরপর পদবী সংশোধন করার জন্য আবেদন জানালেও লাভ হয়নি।
Bankura, WB | Man barks in front of govt official as a protest after his name was wrongly mentioned in Ration card, name was written as Srikanti Kutta instead of Srikanti Dutta. pic.twitter.com/v5MNwMDamX
— BhuvanagiriNaveen_BRS (@NKB_BRS) November 19, 2022
পরে যখন দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয় তখন তিনি পদবী পরিবর্তনের আবেদন জানান এবং পদবী ঠিক হলেও নামের জায়গায় শ্রীকান্তির পরিবর্তে হয়ে যায় শ্রীকান্ত। এরপর আবার দুয়ারে সরকার ক্যাম্পে তা সংশোধন করার জন্য আবেদন জানান এবং যখন ওয়েবসাইট থেকে সেই রেশন কার্ড ডাউনলোড করেন তখন দেখতে পান নাম ঠিক হলেও আবার পদবীতে ভুল। এবার পদবী দত্তের পরিবর্তে হয়ে গিয়েছে কুত্তা। এরপরই যখন ১৬ নভেম্বর এলাকার দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করতে আসেন জয়েন্ট বিডিও তখন তিনি এইভাবে প্রতিবাদ জানান। তবে এই প্রতিবাদের পরই সঙ্গে সঙ্গে তা ঠিক করে। দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেন আধিকারিকরা।