Shein: আম্বানির দৌলতে ভারতে আবারো ফিরে আসছে নিষিদ্ধ চিনা ব্র্যান্ড, জানেন তার নাম

Prosun Kanti Das

Published on:

Advertisements

Shein: চীনা এই অ্যাপের জনপ্রিয়তা এদেশে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছিল কিন্তু ভারতের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি কাল হলো এই অ্যাপের জন্য। ভারতীয় গ্রাহকরা চীনের এই ব্র্যান্ড ‘শেইন’-এর দিকে ঝুঁকছিল ক্রমশ তবু এই ব্র্যান্ডটি ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। সীমান্তের ঝামেলার জন্য ভারতে চলা চীনা অ্যাপগুলির উপর প্রায় গণহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারপরে ভারত ছাড়তে বাধ্য হয় ‘শেইন’। ভারতীয়রা তারপর থেকে এই অ্যাপের দ্বারা আর কোনো রকম কেনাকাটা করতে পারেনি।

Advertisements

এই চীনা ফাস্ট-ফ্যাশন ব্র্যান্ড (Shein) পুনরায় চার বছর বাদে ফিরে আসছে মুকেশ আম্বানির ‘রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস’-এর হাত ধরে। ভারতীয় মার্কেটে ফের খুশির বার্তা গ্রাহকদের জন্য। ‘শেইন’-এর পণ্য আগামী সপ্তাহের মধ্যেই হয়তো ভারতে পাওয়া যাবে। ছুটি মারফত জানা যাচ্ছে যে, রিলায়েন্সের সঙ্গে এই কোম্পানিটি প্রায় এক বছরেরও বেশি সময় আগে চুক্তি স্বাক্ষর করেছিল।

Advertisements

যেহেতু রিলায়েন্সের সঙ্গে অংশীদারী চুক্তির সম্পন্ন হয়েছে তাই শেইনের সব ধরনের পণ্যগুলি রিলায়েন্স রিটেলের অ্যাপ থেকে শুরু করে রিলায়েন্স রিটেইলের অফলাইন স্টোরগুলিতে পাওয়া যাবে। এই ব্যবসার ক্ষেত্রে শেইনের কোনরকম অধিকার থাকবে না, আসলে ব্যবসায়িক কার্যকলাপের সম্পূর্ণটাই পরিচালনা করবে রিলায়েন্স রিটেইলের মালিকানাধীন একটি সংস্থা। আম্বানির সঙ্গে যে চুক্তি সম্পন্ন হয়েছে তাতে শেইন (Shein) ইক্যুইটি বিনিয়োগ করবে না কিন্তু সংস্থা থেকে লাভের অংশ হিসেবে লাইসেন্স ফি পাবে। এই ব্যবসা থেকে যে টাকা লাভ হবে তাই দিয়েই ভারতে শেইনের ব্যবসায় অর্থায়ন হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সমস্ত তথ্য এবং অ্যাপ ভারতেই সংরক্ষণ করা হবে। তবে শেইন কিন্তু তথ্যভান্ডারের কোনো নাগাল পাবে না।

Advertisements

আরো পড়ুন: মোবাইল রিচার্জের দাম বাড়ানোর পর এবার আরও বড় ঝটকা দিল রিলায়েন্স

ক্রিস জু ২০০৮ সালে এই কোম্পানিটির প্রতিষ্ঠা করেছিলেন। যখনই ২০২০ সালে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির ফলে দেশ ছাড়তে হয় এই সংস্থাটিকে তখনই তারা তাদের হোম বেস, চীন থেকে সিঙ্গাপুরে সরিয়ে নিয়েছিল। বর্তমানে চীনের সাইবারস্পেস প্রশাসন সংস্থাটির সমস্ত ধরনের কার্যক্রম পরিচালনা করছে। বাধ্যতামূলক শ্রমের অভিযোগের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেও তদন্তের সম্মুখীন হতে হয়। বিভিন্ন দেশে একের পর এক ক্ষতির সম্মুখীন হয়েছে এই সংস্থাটি। ২০২৩-এর মে মাসে সংস্থার মূল্যায়ন ছিল ৬৬০০ কোটি ডলার। ২০২৪-এর শুরুতে তা ৪৫০০ কোটি ডলারে নেমে এসেছে। তাই নিজের কোম্পানিকে ফের চাঙ্গা করতে রিলায়েন্সের হাত ধরে ভারতের বাজার ধরতে চাইছে শেইন (Shein)। এদের প্রধান লক্ষ্য ভারতের মার্কেট থেকে মুনাফা লাভ করে চীনের উপর নির্ভরতা কমানো।

বিগত চার বছর ধরে শেইন কোনরকম ব্যবসা করতে পারেনি ভারতীয় মার্কেটে। এই সময়ে আরবানিক, রোমওয়ে, অ্যাসোসের মত আরও অনেক ব্র্যান্ড ভারতীয় মার্কেটে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। ভারতীয় বাজার দখল করার জন্য তারা সাশ্রয়ী মূল্যের ফ্যাশনেবল পোশাক গ্রাহকদের সামনে আনতে চলেছে। এই চরম প্রতিযোগিতার বাজারে ফাস্ট-ফ্যাশনের বাজার আবারো পুনরুদ্ধার করা যায় কিনা সেটাই এখন দেখার।

Advertisements