তিন দিনের জন্য বদলে গেল বাংলার এই স্টেশনের নাম, না জানলে বিভ্রান্তি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের আট হাজারের কাছাকাছি স্টেশন (Station) থেকে অন্ততপক্ষে ২৭ হাজার ট্রেন (Train) নিজেদের গন্তব্যের দিকে ছুটে যায়। এই সকল ট্রেনের মধ্যে ২০ হাজারের বেশি রয়েছে যাত্রীবাহী এবং বাকি পণ্যবাহী। যাত্রীবাহী ট্রেনগুলিতে প্রতিদিন খুব কম করে কোটির কাছাকাছি যাত্রী যাতায়াত করে থাকেন। এরকম নির্ভরশীলতার কথা মাথায় রেখে ভারতীয় রেল (Indian Railways) ভারতীয় নাগরিকদের কাছে হয়ে উঠেছে লাইফ লাইন।

Advertisements

ভারতীয় রেলে যেমন ট্রেনের গুরুত্ব অপরিসীম ঠিক সেই রকম স্টেশনের গুরুত্ব অপরিসীম। ভারতের প্রতিটি স্টেশনের আলাদা আলাদা নাম রয়েছে তাদের সনাক্তকরণের জন্য। তবে এসবের মাঝেই রাতারাতি বাংলার একটি স্টেশনের নাম বদলে গেল। বাংলার যে স্টেশনটির নাম রাতারাতি বদলে গিয়েছে তা কেউ জানতে পারেননি বলেই জানাচ্ছেন।

Advertisements

পূর্ব রেলের বর্ধমান সাহেবগঞ্জ লুপ লাইনে আউসগ্রামে থাকা একটি স্টেশন হলো বনপাস (Banpas Station)। এই স্টেশনটির নাম বদলে এখন হয়েছে পাহাড়গঞ্জ হল্ট (Paharia Halt)। নাম বদলে যাওয়ার বিষয়টি জানা না থাকলে বিভ্রান্তির শিকার হতে হবে। কেননা ইতিমধ্যেই এই নাম পরিবর্তন নিয়ে বিভ্রান্তি দেখা গিয়েছে এবং যাত্রীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ক্ষোভ উগরে দিচ্ছেন।

Advertisements

তবে বনপাস স্টেশনের নাম পরিবর্তন স্থায়ী নয়। মাত্র তিন দিনের জন্য এই নাম পরিবর্তন করা হয়েছে। ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত নাম পরিবর্তিত থাকছে। আসলে একটি বাংলা সিনেমার শুটিংয়ের জন্য এমন ব্যবস্থা করা হয়েছে। বাংলার যে সিনেমাটি সেখানে শুটিং হচ্ছে তার নাম হলো ‘পাহাড়গঞ্জ হল্ট’। পৃথা চক্রবর্তীর এই সিনেমায় অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সোহাগ সেনের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

রেলের অনুমতি নিয়ে এখানে এমন সিনেমা শুটিং শুরু হয়েছে এবং সেইমতো স্টেশনটিকে সাজানো হয়েছে। স্টেশনটিকে সাজানোর পাশাপাশি এখানকার স্থায়ী নাম অর্থাৎ বনপাস এখন ঢাকা পড়েছে পাহাড়গঞ্জ হল্ট নামে। তবে এমন ঘটনাকে নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন এবং এই বিষয়টি নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে।

Advertisements