নিজস্ব প্রতিবেদন : মার্চ মাসে লকডাউন জারি হওয়ার পর থেকেই বন্ধ হয়ে যায় বিভিন্ন বার ও রেস্তোরাঁ। এর পাশাপাশি সরকারি নির্দেশিকা অনুসারে বন্ধ হয়ে যায় দেশের প্রতিটি মদের দোকানে মদ বিক্রি। তবে ধীরে ধীরে লকডাউনের তৃতীয় পর্বে মদের দোকানগুলিকে মদ বিক্রির অনুমোদন দেওয়া হয়। কিন্তু তারপরেও বন্ধ থাকে বার এবং রেস্তোরাঁয় মদ বিক্রি। অবশেষে সেই জায়গাতেও মিললো ছাড়। আর এই ছাড় সূরা প্রেমীদের কাছে সুখবর তা অনস্বিকার্য।
৩১ শে আগস্ট সোমবার পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তর সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে বার এবং রেস্তোরাঁয় মদ বিক্রির ক্ষেত্রে অনুমোদন দিয়ে দিল। তবে এই অনুমোদন দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে কড়া স্বাস্থ্যবিধি মেনেই বার এবং যে সকল রেস্তোরাঁয় মদ বিক্রির লাইসেন্স রয়েছে তারা মদ বিক্রি করতে পারবে। রাজ্যে করোনা প্রকোপ কালে পাঁচ মাস পর এই অনুমোদন দেওয়া হল।
আর এই খবরের পাশাপাশি সূরা প্রেমীদের কাছে আরও একটি সুখবর রয়েছে। যে সুখবরটি হলো সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসেই মদের দাম এক ধাক্কায় অনেকটা কমে যেতে পারে। সূত্র মারফত জানা গিয়েছে যে বর্তমানে মদের উপর যে ৩০% করোনা কর রয়েছে তা তুলে নিতে পারে রাজ্য সরকার।
রাজ্য সরকারের কোষাগারে যে পরিমাণ রাজস্ব আছে তার একটি বড় অংশ আসে আবগারি রাজস্ব থেকে। কিন্তু লকডাউন চলাকালীন মদ বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় রাজকোষে টান পড়ে। পরে মদ বিক্রি চালু হতেই সেই টান ধীরে ধীরে লাঘব হয়। তবে আনলক পর্যায়ে মানুষ কর্মব্যস্ত হয়ে পড়ায় এবং মদের দাম অনেকটা বৃদ্ধি পাওয়ায় মদ বিক্রির চাহিদা কমে। সেই জায়গায় রাজ্য সরকার চাইছে পুরাতন দাম ফিরিয়ে নিয়ে এসে রাজ্যে মদ বিক্রি স্বাভাবিক রাখা। তবে মদের দাম কতটা কমবে তা ১০ সেপ্টেম্বর জানা যাবে বলে মনে করা হচ্ছে।