Barasat Flyover: বর্তমানে উড়ালপুল সরিয়ে রয়েছে শহরের আনাচে কানাচে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে উড়ালপুলের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা আগের থেকে আরও অনেক বেশি সহজতর হয়েছে। বারাসাতের এই উড়ালপুল অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতায়াতের জন্য। সম্প্রতি বন্ধ থাকবে এই উড়ালপুল, কেবলমাত্র যানবাহন বন্ধ রাখা হবে এমনটাই নয়, উড়ালপুলের নীচে প্রচুর হকার রয়েছেন। এইসব দোকানদারদের দোকান বন্ধ থাকবে বেশ কিছুদিন।
বারাসাতের এই গুরুত্বপূর্ণ উড়ালপুলটির কাজ হবে। এই ফ্লাইওভার (Barasat Flyover) দিয়েই বারাসাত থেকে ব্যারাকপুর, নৈহাটি, বড় জাগুলিয়ার দিকে সহজেই যাওয়া যায়। এই উড়ালপুলটি নির্মাণ করা হয়েছিল বাম জমানায় ১২ নম্বর রেলগেটের উপর। প্রতিনিয়ত লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করে এই ফ্লাইওভারটি দিয়ে। চাঁপাডালি থেকে কলোনি মোড় পর্যন্ত তৈরি হয়েছিল এই উড়ালপুল। এদিকে একাধিকবার এই উড়ালপুল সংস্কারের কাজ করা হয়েছে।
আরো পড়ুন: সরকারি কর্মচারীদের জন্য বিরাট আপডেট! ছুটির তালিকার সাথেই প্রকাশ্যে এলো DA বৃদ্ধির খবর
এই উড়ালপুলের (Barasat Flyover) গার্ডার সংস্কার করা হয়েছিল বেশ কয়েক বছর আগে। কিন্তু তারপরও অনেকটাই কাজ বাকি ছিল। পাশাপাশি বিয়ারিংয়ের কাজ করানো দরকার ছিল এবং সেই কারণে যথাযথ পরিস্থিতি ছিল না অনেকদিন ধরেই। পরিকল্পনা নেওয়া হয়েছিল যে গত বছর জানুয়ারি মাসেই সংস্কার করা হবে বারাসাতে এই উড়ালপুলটির। পরিকল্পনা নেওয়ার পরও সেই কাজ পুরোপুরি সম্পন্ন করা যায়নি। এরপর পূর্ত দফতরের বারাসাত ডিভিশনের পক্ষ থেকে এই উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষার জন্য জেলা প্রশানের কাছে চিঠি দেওয়া হয়েছিল। পুরো বিষয়টিকে প্রশাসন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং আপাতত ঠিক করা হয়েছে ডিসেম্বরের প্রথম থেকেই এই কাজ শুরু হতে পারে।
আরো পড়ুন: অবাক কান্ড! তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেতেই স্কুলছুট পড়ুয়ারা
বারাসাতের এই উড়ালপুলের (Barasat Flyover) স্বাস্থ্যপরীক্ষা করা হবে। বর্তমানে বারাসাতের ফ্লাইওভারটি ঠিক কোন পর্যায়ে আছে সেই বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। প্রয়োজন অনুযায়ী সংস্কার করা হবে এই ফ্লাইওভারের। একটি সংবাদপত্রের প্রতিবেদনে জানা গেছে যে, বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন, উড়ালপুলের বেশ কিছু গার্ডার পরিবর্তন করতে হবে। পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই সেই কাজ শুরু হয়ে যাবে। কাজ শুরু হওয়ার দুদিন আগে বন্ধ করে দেওয়া হবে যানবাহনের যাতায়াত। এমনকি নীচে হকারদের যে দোকান রয়েছে সেগুলিও বন্ধ রাখতে হবে। পূর্ত দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই কাজ রাতের দিকে হবে।
জনগণের জন্য অবশ্যই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকবে কতদিনের জন্য বন্ধ থাকবে এই ব্রিজ। কিন্তু এর বিকল্প ব্যবস্থা কি নেওয়া হয়েছে সেই বিষয়টিও জানতে হবে সাধারণ মানুষের। এই উড়ালপুলটি সংস্কারের আসলে উদ্দেশ্য হল বারাসাত শহরের যানজট মোকাবিলা এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আগের থেকে অনেক বেশি মসৃণ হয়। যাতায়াত সুগম করার জন্যই তৈরি করা হয়েছে এই ফ্লাইওভারের এবং সেইজন্যই ফ্লাইওভারের স্বাস্থ্যপরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।