নিজস্ব প্রতিবেদন : দিন দিন বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel), আবার অতিরিক্ত পেট্রোল ডিজেল ব্যবহারের কারণে পাল্লা দিয়ে বাড়ছে পরিবেশ দূষণ। আর এইসবের হাত থেকে এবার রক্ষা পেতে বিকল্প জ্বালানি ব্যবহারের দিকে হাঁটছে কেন্দ্র রাজ্য সবাই। বিকল্প শক্তি হিসেবে ইলেকট্রিক যানবাহনের (Electric Vehicle) চাহিদা এখন তুমুল। তবে ইলেকট্রিক যানবাহনের পিছনে না দৌড়ে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন রুটে নতুন বিকল্প শক্তির ৩০ টি বাস চালু করার পরিকল্পনা নিল।
নতুন এই ৩০ টি বাসের মধ্যে ২টি চালু হল বর্ধমান থেকে নদীয়ার করিমপুর হয়ে কলকাতা পর্যন্ত। এমন বাস পরিষেবা নিয়ে এসেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC)। এই সকল বাস চলবে সিএনজি (CNG) জ্বালানির মাধ্যমে। এমন বিকল্প জ্বালানি শক্তি চালিত দুটি বাস সোমবার চালু করা হয়। এই বাস পরিষেবা যেমন পেট্রোল-ডিজেলের ব্যবহার কমাবে ঠিক সেই রকমই তা হবে পরিবেশবান্ধব।
আপাতত এই দুটি বাস চালু হওয়ার পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দারা যাতায়াতের ক্ষেত্রে বড় সুবিধা পাবেন। সংস্থা সূত্রে জানা যাচ্ছে, এই দুটি বাসে যাতে জেলার যাত্রীরা অনেক বেশি সুবিধা পান তার জন্য বর্ধমান হয়ে সাঁতরাগাছি থেকে ধাত্রীগ্রাম এবং হেমাদপুর যাবে। সেখান থেকে করিমপুর এবং করিমপুর থেকে কলকাতা যাতায়াত করবে এই বাস দুটি।
সোমবার বর্ধমানের আলিশা বাস স্ট্যান্ড থেকে এই দুটি বাসের উদ্বোধন করা হয়। এমন বাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক আধিকারিকরা। পরিবেশ বান্ধব বাস যাতে কলকাতা ছাড়াও জেলায় জেলায় ছড়িয়ে পড়ে তার জন্য এমন একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে।
তবে শুধু পরিবেশবান্ধব এমন ৩০ টি বাস চালিয়েই থেমে থাকতে চাইছে না রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে আগামী দিনে খুব তাড়াতাড়ি অন্ততপক্ষে ১০০ টি এই ধরনের বাস চালানোর পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি বর্ধমান থেকে হাবরা পর্যন্ত এই ধরনের দুটি বাস খুব তাড়াতাড়ি চালু করার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার।