Barrackpore Station: ২৭ কোটি টাকায় ভোল বদলাবে ব্যারাকপুর স্টেশনের, নতুন লুক দেখলে চিনতেই পারবেন না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Barrackpore station is going to get a new look at 27 crore rupees: কলকাতার বাইরে পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল ব্যারাকপুর স্টেশন (Barrackpore Station)। এই স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। কিন্তু, স্টেশনটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অবহেলিত হয়ে পড়েছে। এর ফলে নিত্যযাত্রীদের রোজই দুর্ভোগ পোহাতে হয়। এই নিয়ে যাত্রী মহলে ক্ষোভের শেষ নেই। এই অবস্থায়, যাত্রীদের সুবিধার্থে এবং স্টেশনের সৌন্দর্যবর্ধন করার জন্য পূর্ব রেল ২৭ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থে স্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে।

Advertisements

ব্যারাকপুর স্টেশনের (Barrackpore Station) সৌন্দর্য্যায়নের জন্য কেন্দ্র সরকার অমৃত ভারত প্রোজেক্টের আওতায় এই টাকা বরাদ্দ করেছে। উক্ত সৌন্দর্য্যায়নের কাজ গুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ এবং আভ্যন্তরীণ রেনভেশন। স্টেশনের মূল ভবন এবং অভ্যন্তরীণ সাজসজ্জা সম্পূর্ণভাবে নতুন করে করা হবে। তারমধ্যে থাকবে প্ল্যাটফর্মের ফ্লোরিং এবং সিলিংয়ের নক্সায় বেশ কিছু পরিবর্তন। স্টেশনে নতুন ওয়েটিং হল তৈরি করা হবে।

Advertisements

এছাড়াও নতুন করে স্টেশনে কনকোর্স এরিয়া এবং রেলওয়ে বুকিং অফিস তৈরি করা হবে। স্টেশনে প্যাসেঞ্জার লাউঞ্জে লাগানো হবে আরামদায়ক আসন, তৈরি করা হবে উন্নততর শৌচাগার, যাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা করা হবে। থাকবে উন্নত ভেন্টিলেশন ব্যবস্থা এবং ষ্টেশন জুড়ে উজ্জ্বল আলো সরবরাহ। স্টেশনের পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতির প্রতিও বিশেষ ভাবে নজর দেওয়া হবে। আপাতত কাজের যা ফিরিস্তি রয়েছে তাতে খুব ভাল ভাবেই আন্দাজ করা যাচ্ছে যে গোটা স্টেশন চত্বরেরই লুক বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements

এই উন্নয়নমূলক কাজগুলি সম্পন্ন হলে ব্যারাকপুর স্টেশনের লুক বদলের সঙ্গে সঙ্গে যাত্রী সুবিধাও অনেকাংশে বৃদ্ধি পাবে। স্টেশনটি আরও আধুনিক এবং আরামদায়ক হয়ে উঠবে। যাত্রীদের সুবিধার্থে অনেক নতুন সুযোগ-সুবিধা পাওয়া যাবে। স্টেশনের উন্নয়ন নিয়ে যাত্রীরা খুবই আশাবাদী। তারা মনে করেন, এই উন্নয়নমূলক কাজগুলি সম্পন্ন হলে ব্যারাকপুর স্টেশন (Barrackpore Station) আরও আরামদায়ক এবং সুন্দর হয়ে উঠবে। যাত্রীদের যাতায়াতেও সুবিধা হবে।

স্টেশনের এই প্রকার উন্নয়নের জন্য পূর্ব রেলের উদ্যোগকে প্রশংসিত করেছেন অনেকে। তারা মনে করেন, এই উন্নয়নমূলক কাজগুলি সম্পন্ন হলে ব্যারাকপুর স্টেশন আরও উন্নত হবে। যাত্রীদের পক্ষেও যা সত্যি সুবিধাজনক।

Advertisements