নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট খেলা মানেই নতুন নতুন রেকর্ড এবং নতুন নতুন উদাহরণ তৈরি করা। ঠিক এই ভাবেই চলতি বিগ ব্যাশ লিগে একাধিক নমুনা লক্ষ্য করা গেল। আর এই বিগ ব্যাশ লিগে পারথ স্কর্চার্সের উইকেটকিপার জোস যেভাবে ফিল্ডিংয়ের নমুনা দেখালেন তা ক্রিকেট বিশ্বের আর কোথাও চোখে পড়বে কিনা সন্দেহ আছে।
সিডনি থার্ন্ডারের ব্যাটসম্যান অ্যালেক্স রসকে যেভাবে উইকেটকিপার জোস রান আউট করেছেন তা চোখে না দেখলে বিশ্বাস হওয়া মুশকিল। এমনকি সেই রানআউট দেখে পারথ স্কর্চার্সের অন্যান্য খেলোয়াড়রাদেরও হেসে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা।
বিগ ব্যাশ লিগের পারথ স্কর্চার্সের সাথে সিডনি থার্ন্ডারের ম্যাচে সিডনি থার্ন্ডার ১৮৫ রান তাড়া করতে নেমে ৬ নম্বর ওভারে এমন অদ্ভুত রান আউটের ঘটনা ঘটে।
জেসন বেহরেনডর্ফ বোলিংয়ের সময় স্যাম বিলিংস বল স্কোয়ার লেগে ঠেলে দিয়েই রান নিতে দৌঁড়ান। বল খুব কাছে থাকলেও তিনি দুই রান নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। অ্যালেস্কও দু রানের জন্য দৌঁড়ানো শুরু করেন। কিন্তু ততক্ষণে বলার বলের কাছে দৌঁড়ে বল উইকেট কিপারের দিকে ছুড়ে দিয়েছেন।
কিন্তু বল উইকেট কিপারের হাতে পৌঁছে গেলেও তিনি বল ধরতে পারেননি। গ্লাভসে লেগে উইকেট কিপারের মাথার উপর ভেসে ওঠে। অবস্থা বেগতিক দেখে উইকেটকিপার বল ধরার চেষ্টা না করেই আছড়ে স্ট্যাম্পে লাগানোর চেষ্টা করেন।
You are KIDDING me!!! Jason Roy's reaction to this run out is golden! ??@BKTtires | #BBL10 pic.twitter.com/JDhIJ8CjLW
— cricket.com.au (@cricketcomau) January 9, 2021
কিন্তু তাতেও হয়নি। বরং বল পরের থেকে বেশ কিছুটা দূরে। কিন্তু বল নিজে থেকেই ব্যাক স্পিন করে পৌঁছে যায় উইকেটে। ততক্ষণেও ক্রিজে পৌঁছাতে পারেননি ব্যাটসম্যান। আর এই ভাবেই রান আউট হওয়া স্বভাবতই হতবাক করেছে খেলোয়াড় থেকে ক্রিকেটপ্রেমীদের। আর এই ভিডিও দেখে নেটিজেনদের মন্তব্য, ‘ভাগ্য সঙ্গ দিলেই এমনটা হয়’।