ব্যাঙ্কের নামে ভুয়ো মেসেজ, অ্যাকাউন্ট থেকে উধাও হচ্ছে টাকা, সর্তক করলো পুলিশ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে ডিজিটাল লেনদেন যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতি। নেট দুনিয়ার হ্যাকাররা সব সময় নিজেদের ফাঁদ পেতে রেখেছেন সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়ার জন্য। কখনো তারা মোবাইলে এসএমএস, কখনো আবার ব্যাঙ্ক ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে তথ্য হাসিল, এমন নানান কর্ম করে প্রতারিত করছেন সাধারণ মানুষদের।

এর আগে আমরা এটিএম কার্ডের ডিটেলস, ওটিপি এবং আরও অন্যান্য তথ্য হাসিল করে ব্যাঙ্ক একাউন্ট ঠেকর টাকা হাতিয়ে নেওয়ার মতো ঘটনা শুনেছি। কিন্তু এসব স্ট্র্যাটেজি পুরাতন হয়ে যাওয়ায় সাধারণ মানুষও এখন অনেক সচেতন হয়ে পড়েছে। ফলে ঐসকল ফাঁদে আর পা দিচ্ছেন না সাধারণ মানুষ। তাই নেট দুনিয়ার হ্যাকাররা নতুন নতুন পন্থা বের করছে অবিরত।

এমনই এক জালিয়াতির কথা প্রকাশ করল কলকাতা পুলিশ। সাধারণ মানুষদের সচেতন করতে এই বার্তা কলকাতা পুলিশ তবে ফেসবুক পেজে পোস্ট করেছে। কলকাতা পুলিশ মানুষকে সতর্ক করতে দুটি ম্যাসেজের কথা জানিয়েছে। প্রথমটি হলো, আয়কর দপ্তরের নামে ভুয়া ম্যাসেজ।

যেখানে লেখা রয়েছে, ‘আপনি আয়কর রিফান্ড বাবদ ২০ হাজার ৪৯০ টাকা পাওয়ার জন্য অনুমোদন পেয়েছেন৷ একটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে, বলা হচ্ছে, দয়া করে নিজের অ্যাকাউন্টটি ভেরিফাই করুন৷ যদি আপনার মনে হয়, ভুল অ্যাকাউন্ট নম্বর, তা হলে নীচের লিঙ্কে ক্লিক করে শুধরে নিন৷’ আর যদি ওই লিঙ্কে ক্লিক করেন তাহলেই ব্যাস, আপনি হ্যাকারদের খপ্পরে পড়লেন৷

দ্বিতীয় মেসেজটি হল এসবিআইয়ের নামে। ‘প্রিয়, এসবিআই গ্রাহক, আপনার সেভিংস অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে ভুল সইয়ের জন্য৷ নিজের অ্যাকাউন্ট পুনরায় চালু করতে নীচের লিঙ্কে অবিলম্বে ক্লিক করুন৷’

আয়কর বিভাগ এবং এসবিআইয়ের নামে এই দুটি মেসেজ ভুয়ো বলে জানিয়েছে কলকাতা পুলিশ এবং মানুষকে প্রতারণার হাত থেকে রুখতে তারা নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই মেসেজ দুটি করে সকলকে সতর্ক করেছেন। পাশাপাশি এও জানিয়েছেন, এমন কোন মেসেজ এলে দ্রুত তাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে।