Jio Sim Card: আপনারও কি রয়েছে জিওর সিম, তাহলে এখনই হয়ে যান সতর্ক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Jio Sim Card: ভারতে জিও সিম কার্ড ব্যবহারকারীর সংখ্যা অনেকটাই বেশি। ভারতের বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থাগুলোর মধ্যে জিও একটি জনপ্রিয় টেলিকম সংস্থা, এর গ্রাহক সংখ্যা নিহাত কম নয়। তবে এবার সাবধান থাকতে হবে জিও ব্যবহারকারীদের। তারা যেকোনো মুহূর্তে প্রতারণার শিকার হতে পারে। কি এমন ঘটল যাতে প্রতিমুহূর্তে সতর্ক থাকতে হচ্ছে এইসব জিও ব্যবহারকারীদের?

Advertisements

মুকেশ আম্বানির কোম্পানি জিও বর্তমানে সাফল্যের শীর্ষে পৌঁছে গেছে । তবে কিভাবে জিও ব্যবহারকারীদের প্রতারণার শিকার হতে হচ্ছে আজকের প্রতিবেদনে তা তুলে ধরা হবে। সংস্থা লক্ষ্য করেছে বহু স্ক্যামাররা জিও (Jio Sim Card) থেকে আসার ভান করে, গ্রাহকদের থেকে সংবেদনশীল তথ্য চাইছে। কিভাবে রক্ষা পাওয়া যাবে এই বিপদের হাত থেকে? এই বিষয়ে কি বলছে জিও সংস্থা?

Advertisements
কিভাবে প্রতারণার শিকার হচ্ছে ব্যবহারকারীরা?
  • স্ক্যামাররা ইমেল, হোয়াটসঅ্যাপ, এসএমএস বা ফোন কলের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারে।
  • অনেক সময় দেখা গেছে যে স্ক্যামারদের কথা না শুনলে তারা আপনার পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এতে আপনার মধ্যে দুশ্চিন্তা কাজ করবে এবং আপনি তাদের পরিচালনা অনুযায়ী কাজ করবেন।
  • সর্বদাই তারা চেষ্টা করবে আপনার প্যান কার্ড নম্বর, আধার বিশদ বিবরণ, ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ডের তথ্য, ওটিপি বা সিম নম্বরের মতো সংবেদনশীল তথ্য জানতে চাওয়ার।

আরো পড়ুন: ২৮ দিনের বদলে ৩০ দিন ভ্যালিডিটি, নতুন রিচার্জ প্ল্যান আনলো জিও

কিভাবে ব্যবহারকারীরা এই স্ক্যামের হাত থেকে বাঁচবে?
  • মোবাইলে আসা সন্দেহজনক কোনও লিঙ্কে ক্লিক করবেন না।
  • আপনার যে কোনও সোশ্যাল মিডিয়া বা অ্যাপ অ্যাকাউন্টের জন্য সর্বদা পিন এবং পাসওয়ার্ড ব্যবহার করুন এবং এগুলোকে পরিবর্তন করুন।
  • অস্বাভাবিক লেনদেনের জন্য নিয়মিত আপনার ব্যাঙ্ক এবং ক্রেডিট কার্ড স্টেটমেন্ট চেক করুন। যদি কোন সমস্যা দেখেন অবশ্যই যোগাযোগ করবেন আপনার নিকটবর্তী শাখার সঙ্গে।
  • এছাড়াও আপনি ডিভাইস সফ্টওয়্যার আপ-টু-ডেট রাখুন। কখনোই অন্যের সঙ্গে কোন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন না।
  • যদি কেউ আপনাকে ব্যক্তিগত তথ্যের জন্য অবাঞ্ছিত কল, ইমেল বা টেক্সট করে তা উপেক্ষা করুন।
  • কোনও অ্যাপ যদি আপনার ফোনে বিশেষ কোনও অ্যাক্সেস চায়, তাহলে অবিলম্বে অ্যাপটি ডিলিট করুন।
  • আপনার সিম কার্ডের পিছনে (Jio Sim Card) প্রিন্ট করা, ২০-সংখ্যার সিম নম্বর ব্যক্তিগত রাখুন।
জিও গ্রাহকদের সর্বদাই মনে রাখতে হবে:-
  • কখনোই গ্রাহককে রিলায়েন্স জিও (Jio Sim Card) তৃতীয় পক্ষের অ্যাপ ডাউনলোড করতে বলবে না। আপনি যদি এই ধরনের কোনও অনুরোধ পান, এটি সম্ভবত একটি স্ক্যাম।
  • আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমেল, এসএমএস বা কলের মাধ্যমে Jio.com বা মাই জিও অ্যাপের বাইরে নিয়ে যাওয়া লিঙ্কগুলিতে ক্লিক করতে বলবে না।
  • জিও সম্পর্কে (Jio Sim Card) যদি বিস্তারিতভাবে কিছু জানতে চান তাহলে সর্বদাই মাই জিও অ্যাপ ব্যবহার করুন।
Advertisements