Ratan Tata heartwarming appeal: বর্ষায় গাড়ি চালকদের উদ্দেশ্যে বিশেষ আবেদন রতন টাটার! জিতে নিলেন কোটি কোটি মানুষের মন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Be careful when driving during rainy season; Ratan Tata said: জনদরদী হিসাবে তার নাম সর্বদাই শোনা যায়, বহু মানুষের আশা ভরসা তিনি। তিনি আর কেউ নন ভারতের অন্যতম শিল্পপতি রতন টাটা। এবার তিনি গাড়ি চালকদের উদ্দেশ্য দিলেন এক সতর্কবার্তা (Ratan Tata heartwarming appeal)। বৃষ্টির দিনে গাড়ি চালানোর আগে মাথায় রাখতে হবে কিছু বিষয়। অনেক বিড়াল কুকুর বর্ষাকালে গাড়ির নিচে আশ্রয় নেয়, তাই না দেখে গাড়ি স্টার্ট করা উচিত না। কোনভাবেই তাদের আঘাত করা যাবেনা। সম্প্রতি একটা টুইটে কি বলেছেন রতন টাটা? প্রত্যেক গাড়িচালকদের বর্ষাকালে গাড়ি স্টার্ট করার আগে দেখে নিতে হবে গাড়ির তলায় কোন কুকুর কিংবা বিড়াল আছে কিনা। তিনি শুধুমাত্র একজন সফল শিল্পপ্রতি নন, একজন একনিষ্ঠ পশুপ্রেমীও বটে।

Advertisements

রতন টাটা টুইট করে মন্তব্য করলেন যে (Ratan Tata heartwarming appeal), এই বর্ষাকালে বর্ষার হাত থেকে বাঁচার জন্য প্রচুর কুকুর এবং বিড়াল আশ্রয় নেয় গাড়ির নিচে। গাড়ি যদি দেখে স্টার্ট না করা হয় তাহলে ঘটে যাবে দুর্ঘটনা। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ওই নিরীহ প্রাণীগুলোর। তাই প্রত্যেকটি মানুষের উচিত ভালোভাবে দেখে তবেই গাড়ি স্টার্ট করা।

Advertisements

প্রত্যেকটা মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। যদি কেউ সচেতন না হয় তাহলে এদের প্রাণনাশ হতে পারে, চিরকালের জন্য এই নিরীহ প্রাণীগুলো প্রতিবন্ধী হয়েও থাকতে পারে। জীবজন্তুদের প্রতি তার অগাধ ভালোবাসা মন জয় করেছে সকলের (Ratan Tata heartwarming appeal)। তাই অবশ্যই গাড়ি চালাবার সময় কিংবা গতি বাড়াবার সময় মানুষকে আরো বেশি সতর্ক হতে হবে।

Advertisements

মানুষের মন জয় করতে তার এই টুইট ছিল যথেষ্ট। বৃষ্টির সময় এদের বিপদ থেকে বাঁচানো হলো মানুষের কর্তব্য। এদের না আছে কোন আশ্রয় না আছে মাথা গোজার ঠাঁই, সেই কারণে শুধু বৃষ্টি মরশুমে নয়, কড়া রোদেও গাড়ির নিচে এসে ঘাপটি মেরে বসে থাকা নিরীহ এইসব প্রাণীরা। সেই জন্যেই সমস্ত গাড়ি চালকদের উদ্দেশ্যে এই বক্তব্য পেশ করেছেন রতন টাটা (Ratan Tata heartwarming appeal)।

সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা মন নাড়িয়ে দিয়েছে গোটা দেশের। কিছু পর্যটক তাজমহল দেখতে এসেছিল, নিরীহ পশুটির ওপর তাদের অবহেলার কারণে প্রাণ হারায় প্রাণীটি। তাজমহল দেখতে যাবে বলে এই পর্যটকরা পার্কিং লটে কুকুরকে গাড়ির মধ্যে তালা বন্ধ করে রেখে যান। অত্যন্ত গরমে ছটফট করতে থাকে নিরীহ প্রাণীটি। যখন সে গাড়ির ভিতরে লাফ মারার চেষ্টা করে তখনই তার গলার চেইন হ্যান্ড ব্রেকে আটকে যায় এবং ফাঁস শক্ত হওয়ায় গাড়িতেই মৃত্যু হয় তার।

Advertisements