Second Hand Four Wheelers: দুর্ঘটনায় পড়া সেকেন্ড হ্যান্ড চার চাকা কিনছেন না তো? সাবধান

There are several precautions to be taken while buying a second hand four wheelers: আমরা সবাই কম বেশি একটা চার চাকা গাড়ি কিনতে চাই। কিন্তু নতুন গাড়ি কেনার ইচ্ছে থাকলেও সামর্থ্য হয়না সকলের। তাই সম্প্রতি নতুন গাড়ির চেয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি (Second Hand Four Wheelers) কেনার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। বলাবাহুল্য ভারতে এই ব্যবহৃত গাড়ির বাজার আস্তে আস্তে বিস্তার লাভ করছে অকল্পনীয় ভাবে। আর তার সাথে বাড়ছে অসাধু ব্যবসায়ীর সংখ্যাও। বিক্রেতারা গ্রাহকদের খারাপ ত্রুটিপূর্ণ গাড়ি নতুনের মত চকচকে করে বিক্রি করছে। এইভাবেই অগুন্তি মানুষকে ঠকিয়ে মুনাফা লুটছে একদল অসাধু ব্যবসায়ী।

সমস্যাটি হলো সাধারণ চোখে এদের এই কারচুপি ধরা খুবই কঠিন। তাই সেকেন্ড হ্যান্ড চার চাকা (Second Hand Four Wheelers) গাড়ি কেনার সময় আপনার সামান্য অসচেতনতার জন্য আপনার কয়েক লক্ষ টাকা ক্ষতি হতে পারে। সর্বোপরি, ওইসব ব্যবহৃত গাড়িতে রয়েছে অনেক যান্ত্রিক সমস্যা যার ফলস্বরূপ আপনি যে কোনো মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়তে পারেন।

কি কি সতর্কতা অবলম্বন করবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময়? সর্বপ্রথম আপনাকে গাড়িটির সার্ভিস রেকর্ড যাচাই করতে হবে যার থেকে আপনি জানতে পারবেন গাড়িটির ইতিহাস। আর তার সাথে আপনি জানতে পারবেন আগে গাড়িটির কি কি পার্টস সারানো হয়েছে। এটি আপনি জানতে পারবেন গাড়ির মালিকের কাছ থেকে। তারপর আপনাকে গাড়িটির চেহারা পরীক্ষা করতে হবে খুব ভালো করে। এর থেকে আপনি জানতে পারবেন গাড়িটি আগে কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন কিনা। গাড়িটি ভালোভাবে লক্ষ্য করলেই আপনি প্রমাণ পেয়ে যাবেন। যদি দেখেন গাড়িতে অনেক স্ক্র্যাচ রয়েছে তাহলে বুঝবেন অতীতে এটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। এর সাথে গাড়িটির বিষয়ে আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য আপনাকে যাচাই করতে হবে গাড়িটির উইন্ডশিল্ড। যদি আপনি দেখেন গাড়িটির উইন্ডশিল্ড ভাঙা বা ক্র্যাকড আপনি তখনই বুঝবেন গাড়িটির অতীত খুব একটা ভালো নয়।

গাড়ির দুর্ঘটনার ইতিহাস জানতে কি করবেন?

১) আপনি RTO এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন এবং সেখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে গাড়িটির তথ্য যাচাই করতে পারেন।

২) এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি গাড়িটির অতীত দুর্ঘটনার সম্পর্কেও জানতে পারবেন এবং গাড়িটিকে ‘Scrapped Vehicle’ হিসাবে চিহ্নিত করা হয়েছে কিনা তার সম্পর্কেও অবগত হতে পারবেন।

৩) আপনাকে গাড়ির ইন্সুরেন্স, বকেয়া চালান সবকিছু ঠিক আছে কিনা যাচাই করতে হবে।

দুর্ঘটনার ইতিহাস জানা দরকার কেন? সেকেন্ড হ্যান্ড চার চাকা (Second Hand Four Wheelers) গাড়ি কেনার সময় আপনাকে অবশ্যই জানতে হবে গাড়িটির দুর্ঘটনার ইতিহাস যাতে করে আপনি নিজের এবং যাত্রীদের সুরক্ষা সম্পর্কে সুনিশ্চিত হতে পারেন। দুর্ঘটনার শিকার হওয়া গাড়িগুলো অত্যন্ত কম দামে বাজারে বিক্রি করা হয় কারণ মালিক কোনো ভাবেই সেই গাড়িটিকে রাখতে চান না। আপনাকে সব জেনে নিতে হবে কারণ এই সব গাড়ির রিসেল ভ্যালুর কমতে থাকে সময়ের সাথে সাথে।