Be sure to follow these tips before running the AC in summer: ইতিমধ্যে গরম পড়তে শুরু করে দিয়েছে আর কিছুদিনের মধ্যেই আমরা এসির ব্যবহার শুরু করে দেব গরমের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু এতদিন এসি বন্ধ থাকার পর হঠাৎ করে এসি (Tips for AC) চালু করলে, সেক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। কিন্তু ছোট ছোট কিছু বিষয়ের দিকে নজর রাখলেই সেই সমস্যাগুলো আমরা এড়াতে পারবো
1. ফিল্টার
ফিল্টার পরিষ্কার করুন। এতদিন বন্ধ থাকার ফলে এসির ফিল্টার গুলিতে নোংরা জমে থাকাটা খুবই স্বাভাবিক ঘটনা যার ফলে এসি থেকে ঠান্ডা হাওয়া বেরোতে অসুবিধা হতে পারে। ফিল্টার গুলি খুব সহজে আপনারা ঘরেই পরিষ্কার করতে পারেন। যা এসি (AC Tips) থেকে ঠান্ডা হাওয়া বের হতে সাহায্য করবে।
2. কয়েল
কয়েল পরিষ্কার করুন (Tips for AC)। ফিল্টারের মতন কয়েলগুলিতেও নোংরা জমে থাকতে পারে, তাই সেগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজন।
3. তার
আরও পড়ুন ? AC Local Train: এবার পুরোটাই এসি! হাওড়া-শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন নিয়ে বড় ঘোষণা
তার গুলি পরীক্ষা করুন। ইলেকট্রনিক্স জিনিস খারাপ হতেই পারে তাই এতদিন বন্ধ থাকার পর আবার নতুন করে চালানোর আগে একবার ইলেকট্রনিক্স দিকটা চেক করে নেবেন। তারগুলি ভালো করে চেক করে নেবেন সেখানে কোন সমস্যা রয়েছে কিনা।
4. মোড অথবা তাপমাত্রা
এসি চালানোর আগে সেটি নির্দিষ্ট মোডে রয়েছে কিনা সেটা একবার চেক করে নেবেন। তার তাপমাত্রা যথাযথ রয়েছে কিনা এবং যে তাপমাত্রা আপনি চাইছেন সেই অনুযায়ী যথাযথ ঠাণ্ডা হচ্ছে কিনা সেগুলো চেক করে নেওয়ার প্রয়োজন।
5. আউট ডোর ইউনিট
সর্বোপরি বলা যায় এসির (Tips for AC) ভিতরের অংশটা পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন, তার সাথে বাইরের অংশগুলিও কিন্তু পরিষ্কার করা প্রয়োজন যেমন এসির বাইরের ফ্যান বা বডি অবশ্যই পরিষ্কার করবেন।