In this policy of LIC, he became a millionaire by making 30 rupees a day: এলআইসি (LIC Policy) হল ভারতের জনগণের অন্যতম ভরসার জায়গা। এখানে অর্থ বিনিয়োগ করে আপনি মেয়াদ শেষে একটি ভালো টাকা রিটার্ন পাবেন। যারা ভবিষ্যতের জন্য অর্ধ সঞ্চয় করেন তাদের জন্য এর থেকে ভালো বিকল্প আর হতে পারে না। আপনার উপার্জিত অর্থ এখানে সুরক্ষিত থাকবে এবং মেয়াদ শেষে আপনি তা সুদ সমে ফেরত পাবেন। এলআইসির এমন বহু স্কিম আছে যেখানে আপনি অল্প কিছু বিনিয়োগ করেও ভালো টাকা রিটার্ন পাবেন।
আধার স্তম্ভ পলিসি (LIC Policy) হল এলআইসির এমন একটি পলিসি যেখানে আপনি নিশ্চিন্তে টাকা বিনিয়োগ করতে পারবেন। এই প্ল্যান এর দ্বারা আপনি পাবেন সুরক্ষা এবং সঞ্চয় এর সুবিধা। তবে এই স্কিম শুধুমাত্র পুরুষদের জন্য। এই পলিসিতে বিনিয়োগ করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন আসুন দেখেনি চটজলদি। আধার স্তম্ভ পলিসি-তে বিনিয়োগ করতে হলে আপনার অবশ্যই আধার কার্ড থাকতে হবে। এছাড়া পলিসি জারি করার তারিখ থেকে রিস্ক কভারেজ পাওয়া যায়। মেয়াদ শেষে আপনি পুরো টাকা পেয়ে যাবেন এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর হলে নমিনির হাতে টাকা তুলে দেওয়া হয়।
যদি আপনি এই পলিসি (LIC Policy) করেন তাহলে আপনাকে কত টাকা জমাতে হবে জানেন কি? প্রতিদিন মাত্র ৩০ টাকা করে জমালেই আপনি মেয়াদ শেষে লাখ টাকা ফেরত পাবেন। ২০ বছরের জন্য বিনিয়োগ করলে মেয়াদ শেষে মিলবে ৩.৯৭ লক্ষ টাকা। বছরে আপনাকে প্রিমিয়াম দিতে হবে ১০,৮২১ টাকা। মাসের হিসেব ধরলে প্রতি মাসে পড়বে ৯০১ টাকা। অর্থাৎ প্রতিদিন ৩০ টাকা করে।
আপনি কিভাবে টাকা জমাবেন সেটা একটা বড় বিষয়। পলিসি হোল্ডার চাইলে দৈনিক, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম দিতে পারেন। আপনি গ্যারান্টি সহ মেয়াদ শেষে তিন লাখ টাকা রিটার্ন পাবেন। পাশাপাশি মোট বিনিয়োগের ৪.৫ শতাংশের বার্ষিক রিটার্ন ধরে ৯৭,৫০০ টাকা লয়্যালটি যোগ হবে। সব মিলিয়ে হাতে আসবে ৩,৯৭,৫০০ টাকা। এই পলিসির সব থেকে বড় সুবিধা হল এখানে ডেথ বেনিফিট পাওয়া যায়।
যেহেতু পুরুষরা শুধুমাত্র এই পলিসি (LIC Policy) কিনতে পারে তাই একটি বয়সসীমা রয়েছে। ৮ থেকে ৫৫ বছর বয়সী পুরুষেরা এলআইসির আধার স্তম্ভ পলিসি কিনতে পারেন। একটি বিষয় মাথায় রাখতে হবে প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার সময় কখনই যেন আবেদনকারীর বয়স ৭০ এর বেশি না হয়। পলিসির ন্যূনতম মৌলিক পরিমাণ ৭৫,০০০ টাকা এবং সর্বাধিক ৩ লাখ টাকা। এই পলিসির মেয়াদ কিন্তু ১০ থেকে ২০ বছর। যবে থেকে আপনি পলিসিটি ইস্যু করবেন তবে থেকেই আপনার রিস্ক কভারেজ শুরু হয়ে যাবে। ধরুন আপনি যদি ৩৫ বছর বয়সে পলিসিটি কেনেন তাহলে ১৫ বছরের জন্য আপনাকে বছরে ১০ হাজার টাকা প্রিমিয়াম দিতে হবে। মেয়াদ পূর্তিতে দুই লাখ টাকার সঙ্গে আপনি পেয়ে যাবেন লয়্যালটি।