আপনি যদি শেয়ার বাজার (Share Market) বা মিউচুয়াল ফান্ডের (Mutual fund) মতো স্কিমগুলিতে বিশ্বাস না করেন তবে আপনি এই জায়গায় নিরাপদে বিনিয়োগ করতে পারেন। সেটি হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম (Post Office Recurring Deposit Scheme)। এই স্কিমের সাহায্যে, আপনি একটি নিরাপদ বিনিয়োগ করতে পারেন। ম্যাচিউরিটির পরে আপনি প্রচুর লাভ পাবেন। পোস্টাল ডিপার্টমেন্টের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Post Office Small Investment Scheme) আপনাকে অল্প বিনিয়োগে আরও ভাল রিটার্ন দিতে পারে। এই স্কিমটি যে কোনও পোস্ট অফিস থেকে সহজেই নেওয়া যেতে পারে।
পোস্ট অফিস RD স্কিমের মাধ্যমে আপনি কম বিনিয়োগে ভাল রিটার্ন পেতে পারেন। এই বিনিয়োগে সম্পূর্ণ করছাড় পাওয়া যায়। আপনি এই স্কিমে মাসে ১০০ টাকা বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের (Investment) পরিমাণের কোন সীমা নেই। আপনি এই স্কিমে যত খুশি টাকা বিনিয়োগ করতে পারেন। সুদ মেলে দুর্দান্ত
অনেকেই মনে করেন অল্প টাকা জমিয়ে জমিয়ে মোটা পুঁজি তৈরি করা সম্ভব নয়। বিশেষ করে মধ্যবিত্ত চাকুরিজীবীরা অনেকেই এমন ধারণা পোষণ করেন। যদিও আসলে বিষয়টি তেমন নয়, বরং সঠিক জায়গায় বিনিয়োগ করলেই হবে লাভ। এখানে বলা হচ্ছে পোস্ট অফিসের আরডি (RD) স্কিমের বিষয়ে। এই স্কিমটি পোস্ট অফিসে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় রয়েছে। পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট (Post Office Requiring Deposit Account) বিনিয়োগের জন্য একটি দারুণ অপশন। মাত্র ৩ হাজার টাকা বিনিয়োগ করে ১০ বছরে মোটা টাকা পাওয়া যাবে। ম্যাচিউরিটির ক্ষেত্রে অনেকটাই রিটার্ন (Return) পাওয়া যাবে।
পোস্ট অফিসের আরডি-র সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এর নিরাপত্তা। পাশাপাশি এর সুদের হারের ক্ষেত্রে প্রতি ত্রৈমাসিকে সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রক। বর্তমান ত্রৈমাসিকের ক্ষেত্রে পোস্ট অফিসের আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিটের সুদের হার রয়েছে ৫.৮ শতাংশ। আগেই বলা হয়েছে, এই সুদ হয় ত্রৈমাসিক।
পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্টে বিনিয়োগ হবে ৫ বছরের জন্য। পরে আবেদন করে এটিকে আরও ৫ বছর বাড়ানো যেতে পারে। স্কিমের বিশেষ বিষয় হল, ডিপোজিটের সুদ প্রতি ত্রৈমাসিকে হিসাব করা হয় ও মোট আমানতের সঙ্গে জমা করা হয়। যা চক্রবৃদ্ধি হারে সুদ পেতে সহায়তা করে। আগের ত্রৈমাসিকের সুদের উপরও সুদ যোগ করা হয়।