BECIL Recruitment 2024: হাতে মাত্র ২ দিন! দশম শ্রেণী পাশেই কেন্দ্রীয় সংস্থা বেসিলে চাকরির সুযোগ

BECIL recruitment will be done in 2024 as 10th class pass qualification: চাকরি! চাকরি! চাকরি! চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত খবর। সঠিক দান দিতে পারলেই ছক্কা আপনার। চাকরির অফার দিচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড। গত ২৯শে মার্চ বিজ্ঞপ্তি জারি করে কর্মী নিয়োগের খবর দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসিল (BECIL Recruitment 2024)। দেশের সমস্ত জেলার নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই চাকরিতে। নিয়োগ কোথায় হবে? আবেদনের শেষ তারিখ কবে? যোগ্যতা কি লাগবে? এখনই জেনে নিয়ে আবেদন করুন। তা না হলেই ছক্কা হাতছাড়া হতে পারে।

নিয়োগ স্থান

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL Recruitment 2024), দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিতে কর্মীদের চাকরি দেবে।

পদের নাম

মাল্টিটাস্কিং স্টাফ এবং স্টাফ কার ড্রাইভিং এই ২টি পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ

উপরে উল্লেখিত পদগুলিতে মোট ৬৬ জন ব্যক্তিকে (MTS = ৬৪জন, স্টাফ কার ড্রাইভিং = ২জন) যোগ্যতার ভিত্তিতে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

MTS পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাশ করা থাকতে হবে। এছাড়াও কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অপরদিকে স্টাফ কার ড্রাইভিং পদে যোগ্যতা লাগবে মাধ্যমিক বা দশম উত্তীর্ণ। সাথে দিল্লী রোড বা ট্রাফিকে ৮ বছর গাড়ি চালানোর ভালো অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন

মাল্টি টাস্কিং স্টাফ পদে নিযুক্ত কর্মীদের মাসিক প্রতি বেতন দেওয়া হবে ২১, ২১৫ টাকা। অপরদিকে স্টাফ কার ড্রাইভিং পদে দিল্লি সরকারের নিয়ম অনুযায়ী যোগ্য পারিশ্রমিক দেওয়া হবে।

বয়সসীমা

MTS পদের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হল ১৮ থেকে ৪৫ বছর। অন্যদিকে স্টাফ কার ড্রাইভিং পদে আবেদন করা যাবে ৬০ বছর বয়স পর্যন্ত। তবে এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি শ্রেণীর জন্য বয়সের ছাড়পত্র দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

উপরে উল্লেখিত ২ পদে অনলাইনেই আবেদন করা যাবে। এর জন্য বেসিলের ওয়েবসাইট লগ ইন করে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় যে নথিপত্রগুলি লাগবে তা হল বয়স এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড অথবা ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতা থাকলে তার শংসাপত্র, পাসপোর্ট সাইজ ছবি, ইমেইল আইডি, বৈধ নম্বরসহ অন্যান্য নথিপত্র।

আবেদন মূল্য

জেনারেল, ওবিসি, প্রাক্তন সৈন্যকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদন মূল্যে লাগবে ৮৮৫ টাকা। অপরদিকে ৫৩১ টাকা আবেদন মূল্য লাগবে SC, ST, EWS সহ অন্যান্য তপশিলি জাতির আবেদনকারী প্রার্থীদের।

আরও পড়ুন 👉 Bengali New Year 2024: ১৪ না ১৫! কত এপ্রিল পয়লা বৈশাখ! সঠিকটা না জানলে ভেস্তে যাবে সব প্ল্যান

নিয়োগ প্রক্রিয়া

পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে উপরে উল্লেখিত ২ পদে নিয়োগ প্রক্রিয়া হবে। তবে পরীক্ষা কবে হবে এবং ইন্টারভিউ কবে নেওয়া হবে সেই বিষয়ে সংস্থা তরফে জানিয়ে দেওয়া হবে। খবর হয়েছে, লোকসভা নির্বাচনের পরেই এই সংস্থা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। তবে উল্লেখ্য বিষয় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে বেসিল সংস্থার এই ২ পদে।

আবেদনের শেষ তারিখ

০৩/০৪/২০২৪। আরো বিস্তারিত জানতে অনুসরণ করুন BECIL সংস্থার (BECIL Recruitment 2024) অফিশিয়াল ওয়েবসাইট।