ঘূর্ণিঝড় যশের আগেই মিনি টর্নেডো বাংলায়, ভাঙলো ৪০টি বাড়ি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা পরিস্থিতির মাঝেই দিন কয়েক ধরে আতঙ্ক তৈরি করেছে ঘূর্ণিঝড় যশ। তবে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই মঙ্গলবার বিকেল বেলায় মিনি টর্নেডোতে কেঁপে উঠলো বাংলার হুগলির একাংশ। এই মিনি টর্নেডোর কারণে একাধিক বাড়িঘর ভেঙ্গে পড়েছে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। হুগলি ছাড়াও উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায় এর প্রভাব লক্ষ্য করা যায়।

Advertisements

মঙ্গলবার বিকাল বেলায় এই মিনি টর্নেডো বা ক্ষণিকের ঝড় দেখা যায় হুগলির ব্যান্ডেল এবং উত্তর ২৪ পরগনা নৈহাটি ও হালিশহর এলাকায়। কয়েক মুহূর্তের এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় এলাকা। একাধিক দোকান ভেঙে পড়তে দেখা যায়। গাছপালাও ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চল্লিশটি বাড়ি ভেঙে পড়েছে এবং দুজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এটা ছোটখাটো টর্নেডো। ঘূর্ণিঝড়ের আগে এমনটা হয়ে থাকে।

Advertisements

ঘূর্ণিঝড় যশ-এর গতিপথ ওড়িশা অভিমুখ হওয়ায় অনেকেই কিছুটা স্বস্তি পেয়েছিলেন। তবে এর মাঝে হঠাৎ এমন মিনি টর্নেডো কিছুটা হলেও অস্বস্তিতে ফেললো রাজ্যের বাসিন্দাদের। ক্ষনিকের এই ঝড়ের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আর সেই সকল ভিডিও দেখেই বোঝা যায় কতটা আতঙ্ক তৈরি করেছে এই মিনি টর্নেডো।

Advertisements

[aaroporuntag]
অন্যদিকে এই পরিস্থিতির মাঝেই মঙ্গলবার দুজন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান। যারা হলেন পান্ডুয়ার বাসিন্দা। মৃতদের একজনের নাম কমল মাঝি (২২) এবং অন্যজন হলেন স্বপন দাস বাউল (৪০)। মৃতদের মধ্যে প্রথমজন মঙ্গলবার বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন এবং দ্বিতীয় জন মাঠের কাজ করছিলেন।

Advertisements