ভোটের আগেই উত্তেজনা অনুব্রত গড়ে, বোমা মজুতের অভিযোগ তৃণমূল-বিজেপির বিরুদ্ধে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোট ঘোষণা হতেই ফের শিরোনামে অনুব্রত গড়। বীরভূমে বুধবার বিজেপি এবং তৃণমূল এই দুই পক্ষের বিরুদ্ধেই একে অপরের বাড়ির সামনে বোমা মজুত করে ভয় দেখানোর অভিযোগ উঠলো। প্রথম ঘটনাটি ঘটেছে নানুর বিধানসভার অন্তর্গত সিঙ্গি গ্রামের এবং দ্বিতীয় ঘটনাটি ঘটেছে লাভপুর থানার অন্তর্গত কল্যাণপুরে।

Advertisements

নানুরে উত্তেজনার সূত্রপাত হলো দেওয়াল লিখনকে কেন্দ্র করে। সেখানে এক বিজেপি কর্মীর বাড়ির পাশে বোমা মজুত করে রাখার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বোমা মজুত করে রাখার পাশাপাশি বোমা ফাটিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগকে ওতপ্রোতভাবে অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি সম্পূর্ণটাই মিথ্যা কথা। ওরাই বোমা বাঁধছিল। আমরা জানতে পেরে থানায় অভিযোগ জানিয়েছে।

Advertisements

কিন্তু কেন এমন ঘটনা? এর পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে দেওয়াল লিখনকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। তৃণমূলের তরফ থেকে দেওয়ার লিখন করতে দেওয়া হবে না, তার জন্যই ভয় দেখাতে বাড়ির পাশে বোমা রেখে চলে গেছে।

Advertisements

অন্যদিকে লাভপুরের কল্যাণপুরের এক তৃণমূল কর্মী শেখ রুস্তমের বাড়ির সামনে বোমা মজুত রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠলো বিজেপি কর্মীদের বিরুদ্ধে। শেখ রুস্তমের স্ত্রী খাইরুননেসা খাতুন অভিযোগ করেন, “সকালবেলায় ওই বোমাগুলি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছিল। সেই সময় আমি ঘটনার প্রতিবাদ করলে আমাকে মারধর করে।”

[aaroporuntag]
যদিও বিজেপির তরফ থেকেও পাল্টা এই অভিযোগকে অস্বীকার করা হয় এবং বলা হয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল স্বরূপ এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে বিজেপির কোন যোগ নেই।

Advertisements