নিজস্ব প্রতিবেদন : কর্মজীবন থেকে অবসর গ্রহণ করার পর পেনশনের (Pension) টাকা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর কাছে জীবনযাপনার অন্যতম নির্ভরশীল পন্থা। তবে এই পেনশনের টাকা সময়মতো পাওয়ার জন্য এই সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।
এই সকল নিয়মের মধ্যেই একটি নিয়ম হলো লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দেওয়া। সম্প্রতি গত ১ অক্টোবর থেকে এই বার্ষিক লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়ম অনুসারে পেনশনভোগীদের আগামী নভেম্বর মাসের মধ্যেই তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। সময়মতো এই লাইফ সার্টিফিকেট জমা না হলে পেনশনের টাকা আটকে যেতে পারে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) তরফ থেকে সম্প্রতি এই বিষয়েই পেনশনভোগীদের মনে করানোর জন্য টুইট করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ঝঞ্ঝাট এড়াতে নিজেদের লাইফ সার্টিফিকেট জমা করুন। ইতিমধ্যেই ৮০ বছর অথবা তার বেশি বয়সী পেনশনভোগীরা ১ অক্টোবর থেকে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া শুরু করে দিয়েছেন।
পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার বিভিন্ন মাধ্যম রয়েছে। যেমন তারা চাইলে ব্যাঙ্কের শাখায় গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন। এছাড়াও ‘জীবন প্রমাণ’ পোর্টালের মাধ্যমে অনলাইনে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যেতে পারে। এক্ষেত্রে পেনশনভোগীদের UIDAI প্রমাণীকৃত বায়োমেট্রিক ডিভাইস সংযুক্ত করে জীবিত থাকার প্রমাণ দেওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে পেনশনভোগীদের খেয়াল রাখতে হবে পেনশন অ্যাকাউন্টের সঙ্গে যেন আধার লিঙ্ক থাকে।
Submit your Life Certificate hassle-free!
Pensioners aged 80 years and above can submit Life Certificate from 1st Oct 2021 onwards.
#SBI #LifeCertificate #Pensioners #Pension pic.twitter.com/bEd8ll3KPw— State Bank of India (@TheOfficialSBI) October 22, 2021
এছাড়াও পেনশনভোগীরা চাইলে ব্যাঙ্কের ডোর স্টেপ পরিষেবা (Doorstep Banking) বহন করতে পারেন এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। এক্ষেত্রে নিজের ব্যাঙ্কে পেনশনভোগীদের আবেদন করতে হবে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে ব্যাঙ্ক গ্রাহকদের এই পরিষেবা দিয়ে থাকে।