লঞ্চের আগেই ফাঁস Xiaomi 14 Pro-র স্পেসিফিকেশন, না জানলে মিস

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাজারে এখন দিন দিন বাড়ছে স্মার্টফোনের (Smartphone) চাহিদা। মানুষের হাতে হাতে প্রতিনিয়ত আসছে নতুন নতুন স্মার্টফোন। আবার স্মার্টফোনের এমন চাহিদার দিকে তাকিয়ে বিভিন্ন নামিদামি সংস্থা তাদের বাজার ধরে রাখার জন্য নতুন নতুন স্পেসিফিকেশন নিয়ে নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করছে। ঠিক সেই রকমই এই প্রতিযোগিতায় চাইনিজ স্মার্টফোন নির্মাতা সংস্থা Xiaomi এক বিন্দু পিছিয়ে নেই। বরং তারা প্রতিনিয়ত নতুন নতুন ফোন লঞ্চ করে গ্রাহকদের মন জয় করে চলেছে।

Advertisements

দিন কয়েক আগেই এই চাইনিজ স্মার্টফোন নির্মাতা সংস্থার তরফ থেকে Xiaomi 13 Pro লঞ্চ করেছে। এই ফোনটি লঞ্চ করার পর তারা এখন প্রস্তুতি নিচ্ছে Xiaomi 14 Pro লঞ্চ করার জন্য। নতুন এই স্মার্টফোনটি কেমন হবে তা নিয়ে ইতিমধ্যেই কৌতুহল বাড়তে শুরু করেছে ব্যবহারকারীদের। তবে এখনো পর্যন্ত এই ফোনের স্পেসিফিকেশন অথবা দাম নিয়ে সংস্থার তরফ থেকে কিছু ঘোষণা করা হয়নি। যদিও সেই ঘোষণার আগেই ফাঁস হয়েছে ফোনটির স্পেসিফিকেশন।

Advertisements

দ্য টেকনোলজি আপডেটস নামে একটি ওয়েবসাইট এই ফোনটির লঞ্চ হওয়ার আগেই স্পেসিফিকেশন ফাঁস করেছে। তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, সংস্থার তরফ থেকে নতুন যে স্মার্টফোনটি লঞ্চ করা হবে সেটি SM8650 চিপসেট দ্বারা চালিত হবে। এই বিষয়টির উপরই সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আরও বেশ কিছু স্পেসিফিকেশন তারা ফাঁস করেছে।

Advertisements

ওই ওয়েবসাইটটিতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ডিভাইসটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর (Qualcomm Snapdragon 8 Gen 3 processor)। ফোনটির ব্যাটারি হবে 5,000mAh। খুব তাড়াতাড়ি যাতে চার্জ হয় তার জন্য 90W/120W ফাস্ট চার্জিং ব্যবস্থা থাকবে। এছাড়াও এই ডিভাইসটি 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

এছাড়াও আর যে সকল স্পেসিফিকেশন ফাঁস হয়েছে তা থেকে জানা যাচ্ছে, এই ডিভাইসটি দুটি ভার্সনে আসতে পারে। যার মধ্যে একটি হতে পারে ফ্ল্যাট স্ক্রিন এবং অন্যটি কার্ভ স্ক্রিন। ফ্ল্যাট স্ক্রিন ভার্সনের ক্ষেত্রে 90W এবং কার্ভ স্ক্রিন ভার্সনটির ক্ষেত্রে 120W ফাস্ট চার্জিং অফার করতে পারে। এছাড়াও ফোনটিতে WLG হাই-লেন্স সেন্সর সহ একটি আপগ্রেডেড ক্যামেরা মডিউল থাকবে বলে মনে করা হচ্ছে।

Advertisements