টানটান সেমিফাইনালের আগে টিম ইন্ডিয়ায় খারাপ খবর! খবর মিলল আগের দিন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর ক্রিকেট বিশ্বকাপে (Cricket World Cup 2023) টিম ইন্ডিয়া (Team India) যেভাবে তাদের পারফরম্যান্স দেখিয়েছে সেই পারফরম্যান্স এর আগে খুব কম সময়েই দেখা গিয়েছে। এই পারফরম্যান্স এখন ভারতীয় দলকে পৌঁছে দিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। কোন ম্যাচ না হেরেই তারা সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ডের। কিন্তু এই সেমিফাইনাল শুরু হওয়ার আগেই একটি খারাপ খবর এসে পৌঁছালো। সেই খারাপ খবর এসে পৌঁছালো খেলার ঠিক আগের দিন।

ক্রিকেট বিশ্বকাপের আগের দিন যে খারাপ খবর টিম ইন্ডিয়ার কাছে এসে পৌঁছেছে তা মূলত মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) নিয়ে। বরাবর ভালো পারফরম্যান্স দেখানো হায়দ্রাবাদি এই বোলারকে এবার আগের জায়গা হারাতে হলো আইসিসি ক্রম তালিকায়। এতদিন মহম্মদ সিরাজ এই ক্রমতালিকায় ছিলেন এক নম্বরে। কিন্তু এবার তাকে এই তালিকা হারাতে হলো। তার জায়গায় অবশ্য এসেছেন অন্য দেশের ভারতীয় বংশোদ্ভূত এক বোলার।

মহঃ সিরাজকে পিছনে ফেলে বোলারদের আইসিসি ক্রম তালিকায় এবার এক নম্বরে উঠে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত বোলার কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার এই বোলার এই বছর ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন তার ব্যক্তিগত পারফরমেন্সের দৌলতেই তিনি এই জায়গায় এসেছেন। এই মুহূর্তে তার রেটিং পয়েন্ট ৭২৬। অন্যদিকে সিরাজের রেটিং পয়েন্ট ৭২৩। তবে বুধবারের ম্যাচে যদি সিরাজ ফের ভালো পারফরম্যান্স দেখাতে পারে তাহলে কয়েকদিনের মধ্যে আবার তাকে এক নম্বর তালিকায় দেখা যেতে পারে।

বোলারদের এই যে ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে তাতে প্রথম ১০ জনের মধ্যে ভারতীয় বোলার রয়েছেন তিনজন। এই তালিকায় ৬৮৭ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছেন তিন ইন্ডিয়ার যশপ্রিত বুমরা। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন কুলদীপ যাদব। তার রেটিং পয়েন্ট ৬৮২। বুমরা এবং কুলদীপ রেটিং পয়েন্ট অনুযায়ী দু’ধাপ করে এগিয়েছেন। তবে এই রেটিং পয়েন্টে খুব খারাপ অবস্থা পাকিস্তানের শাহিন আফ্রিদির।

কয়েকদিন আগেই শাহিন আফ্রিদি এই তালিকায় ছিলেন এক নম্বরে। কিন্তু এখন তিনি অনেক পয়েন্ট হারিয়ে নেমে এসেছেন নবম স্থানে। তার এই মুহূর্তে রেটিং পয়েন্ট ৬৫০। তবে টিম ইন্ডিয়ার সিরাজ ক্রমতালিকায় এক নম্বর থেকে ছিটকে গেলেও ব্যাটারদের তালিকায় এখনো পর্যন্ত প্রথমেই রয়েছেন শুভমন গিল। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন কোহলি ও রোহিত।