Restriction in Bhutan: ভুটানে বেড়াতে যাবেন, এই ৯টি জিনিস ভুলেও করবেন না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Before traveling to Bhutan, you must know some important things: পুজোর ছুটি মানেই মানুষের মনে বিদেশ ভ্রমণ এর ইচ্ছা জাগে। কিন্তু সাধারণ মানুষের কাছে তা অনেক সময় হয় সাধ্যের বাইরে। তাই অনেকেই বেছে নেন প্রতিবেশী দেশ ভুটানকে। দেশটি হিমালয়ের কোলে অবস্থিত এবং অপূর্ব সুন্দর এই দেশটিতে বেড়ানোর ক্ষেত্রে বহু নিষেধাজ্ঞা রয়েছে। দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যর জন্য বিশ্বব্যাপী পরিচিত। ভুটান ভ্রমণ আপনাকে অসাধারণ অভিজ্ঞতা দেবে কিন্তু ভ্রমণকারীদের অবশ্যই কিছু নিষেধাজ্ঞা (Restriction in Bhutan) মেনে চলতে হবে।

Advertisements

বিশ্বের বিভিন্ন দেশে এখনও রাজতন্ত্র রয়েছে ভুটান তাদের মধ্যে অন্যতম। রাজবাড়ি থেকে প্রকাশ্যে ধূমপান ও ড্রোন রয়েছে অনেক কড়াকড়ি (Restriction in Bhutan)। ভুটানে বেড়াতে গেলে আপনাকে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে তা হলো রাজপরিবারের সম্মান। যার অবমাননা কখনই কাম্য নয়। এইসব বিষয়ে বিদেশি পর্যটকদের মানতে বলে সেখানকার প্রশাসন। ভুটানের জনসংখ্যার বড় অংশই হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। বর্তমানে বহু হিন্দু বাস করেন ভুটানে। এখানে ধুমধাম করেই ধর্মীয় উৎসব পালন করেন ভুটানিরা। তবে কখনই এর অসম্মান করা যায়।

Advertisements

পোশাক এখানকার মানুষের কাছে বড় একটা বিষয়। রাজ পরিবারের সদস্য থেকে শুরু করে সাধারণ ভুটানবাসী বেশ কিছু ঐতিহ্যশালী সাবেকি পোশাক ব্যবহার করেন। আপনি কখনই তা নিয়ে হাসি-ঠাট্টা করতে পারবেন না। এছাড়া, ভুটানের আইন অনুসারে, প্রকাশ্যে যৌন আচরণ করা যায় না। যেমন রাস্তায় বা পার্কে চুমু খেতে পারেন না বিদেশি পর্যটকরা। আবার ছবি তোলার ক্ষেত্রে সেভাবে কোনও নিষেধাজ্ঞা (Restriction in Bhutan) নেই ভুটানে। বিশেষ কিছু ব্যাপারে যেমন রাজবাড়ি, রাজ পরিবারের সদস্য-সহ কিছু জায়গা ও ব্যক্তিদের লেন্সবন্দি করার জন্য অনুমতির প্রয়োজন হয়। এছাড়া ড্রোন ওড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে ভুটানে। নিরাপত্তার জন্য এই আইন করা হয়েছে।

Advertisements

হিমালয়ের কোলের এই সুন্দর দেশটিতে কিন্তু ধূমপান নিয়ে নিষেধাজ্ঞা (Restriction in Bhutan) জারি করা আছে। হোটেলের সামনের লন হোক বা বাসস্ট্যান্ড প্রকাশ্য জায়গায় সিগারেট, বিড়ি বা চুরুট ধরানো কিন্তু আইন বিরুদ্ধ, এমনকি হোটেলের সামনের লন কিংবা বাসস্ট্যান্ড এও খাওয়া যাবেনা। ভুটান সরকারের মূল আয় পর্যটন থেকেই আসে। ফলে পরিবেশ সুন্দর রাখার উপর জোর দেয় থিম্ফু প্রশাসন। যেখানে সেখানে আবর্জনা ফেলা যায় না হিমালয়ের কোলের এই দেশে।

ভারত থেকে ভুটানে যাওয়া পর্যটকের সংখ্যা বর্তমানে অনেকটাই বেড়েছে। তার ওপর উত্তর পূর্ব ভারতকে প্রতিবেশী দেশটির সঙ্গে জুড়তে রেল পরিষেবা চালুর পরিকল্পনা করেছে নয়াদিল্লি। এই বিষয়ে একটি মৌ (MoU) চুক্তিও সই হয়েছে দুই দেশের মধ্যে। সেই কারণেই অসমের কোঝিকোড় থেকে ভুটানের গেলেফু পর্যন্ত রেল লাইন পাতার পরিকল্পনা চলছে। এই প্রকল্পের সম্পূর্ণ খরচ বহন করবে নয়াদিল্লি।

Advertisements