লাল্টু : আগামী বছর অর্থাৎ ২০২১ সালেই পশ্চিমবঙ্গের শাসক এবং বিরোধী দলগুলির ভাগ্য নির্ধারণ। শাসকদল কি পুনরায় নিজেদের শাসনভার কায়েম রাখতে পারবেন, নাকি রাজ্যের সিংহাসনে বসবে অন্য কোনো রাজনৈতিক দল তা বলবে সময়। তবে সময়ের আগেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়ে দিলেন, “আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ২২০ থেকে ২৩০ টি আসন পাবে।” এমনকি তিনি তার ভবিষ্যৎবাণী মিলিয়েও দেখে নিতে বললেন।
বৃহস্পতিবার খয়রাশোল ব্লকের তিনটে গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কর্মী-সমর্থকদের নিয়ে দুবরাজপুর রবীন্দ্র সদনে বুথ ভিত্তিক একটি কর্মী সম্মেলন করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যে কর্মী সম্মেলনে অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, খয়রাশোল ব্লকের অবজারভার অরুণ চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন খয়রাশোল ব্লকের বাবুইজোড় গ্রাম পঞ্চায়েত, পারশুন্ডী গ্রাম পঞ্চায়েত ও পাঁচরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
বিধানসভা ভোটের কথা মাথায় রেখে দলকে চাঙ্গা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নতুন কর্মসূচি ‘দুয়ারে সরকার’-এর উদ্বোধন করেছেন সেই কর্মসূচির উপর জোর দিয়ে সরকারি প্রকল্পগুলিকে সকলের সামনে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন অনুব্রত মণ্ডল।
তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানান, “২০১৬ সালে বিধানসভা ভোটের আগে বলেছিলাম ২১০ থেকে ২২০ টা সিট পাবো, পেয়েছিলাম ২১১ টা সিট। আর এখন বলে যাচ্ছি আগামী বিধানসভায় ২২০ থেকে ২৩০ টা সিট পাবো। মিলিয়ে নেবেন।”
পাশাপাশি জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এদিন বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস প্রসঙ্গে বলেন, “যাদের কোন দলের সংগঠন নেই তাদের সম্পর্কে বেশি কিছু বলতে রাজি নয়।”