বিজেপির বিধায়ক সংখ্যা দাঁড়ালো ২৭, তৃণমূল থেকেই ১৭

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বাংলায় প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন তৃণমূলের ৪০ জন বিধায়ক তার সংস্পর্শে রয়েছেন। অর্থাৎ তৃণমূলের ৪০ জন বিধায়কের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন এমনটাই তিনি দাবি করেছিলেন।

আর সেই দাবি মত ইতিমধ্যেই তৃণমূলের ১৭ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, যাদের মধ্যে দুই জন নাম লিখেছেন বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে। যারা হলেন শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এর পরেই বিজেপির বর্তমান বিধায়ক সংখ্যা দাঁড়ালো ৬ থেকে ২৭। যদি শুভেন্দু অধিকারি এবং রাজীব বন্দ্যোপাধ্যায় বিধায়ক পদ থেকে পদত্যাগ না করতেন তাহলে সংখ্যাটা দাঁড়াতো ২৯। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন ১) মনোজ তিজ্ঞা (মাদারিহাট), ২) নীরাজ জিম্বা (দার্জিলিং), ৩) জোয়েল মুর্মু (হাবিবপুর), ৪) স্বাধীন কুমার সরকার (বৈষ্ণবনগর), ৫) আশীষ কুমার বিশ্বাস (কৃষ্ণগঞ্জ) এবং ৬) পবন সিং (ভাটপাড়া)।

তবে বর্তমানে শুভ্রাংশু রায়, সুনীল সিং, সব্যসাচী দত্ত, উইলসন চম্পামারি, শোভন চ্যাটার্জি, বিশ্বজিৎ দাস, মনিরুল ইসলাম, মিহির গোস্বামী, বনশ্রী মাইতি, সৈকত পাঁজা, শীলভদ্র দত্ত, শুক্রা মুন্ডা, বিশ্বজিৎ কুণ্ডু, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ১৭ জন তৃণমূল বিধায়ক গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন।

অন্যান্য দল বলতে বামফ্রন্ট থেকে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন তাপসী মন্ডল, অশোক দিন্দা, দিপালী বিশ্বাসের মত বিধায়করা। জাতীয় কংগ্রেস থেকে গেরুয়া শিবিরে এসেছেন বিধায়ক দুলাল বর, সুদীপ মুখার্জি, অরিন্দম ভট্টাচার্য।

আর এই দলবদলের মাঝেই আবার রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির যোগদান মেলা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন, “আগামী ২ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল কংগ্রেস ফাঁকা করে দেবো।” আর দাবি ঘিরে জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। দেখার বিষয় একুশের বিধানসভা নির্বাচনের আগে আর কোন কোন নেতা বিধায়ক দল ত্যাগ করে নাম লেখাচ্ছেন গেরুয়া শিবিরে।