ব্রেকফাস্ট, মিড ডে মিল দুই-ই! দেশে প্রথম এমন ব্যবস্থা নিচ্ছে ‘এই’ রাজ্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পড়ুয়াদের সঠিক পুষ্টি দেওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছে মিড ডে মিল (Mid day meal) দেওয়ার ব্যবস্থা। বর্তমানে এই প্রকল্পের নাম পরিবর্তন করে করা হয়েছে পোষণ প্রকল্প (Poshan Scheme)। এর পাশাপাশি প্রকল্পের নাম পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মিড ডে মিলের মেনুতেও বিভিন্ন বদল আনা হয়েছে। এই বদল আনা হয়েছে মূলত পড়ুয়াদের পাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার জন্য। তবে এবার একটি রাজ্য সরকার এমন ব্যবস্থা গ্রহণ করল যা দেশে প্রথম। যে রাজ্যের কথা বলা হচ্ছে সেই রাজ্য সরকারের তরফ থেকে পড়ুয়াদের মিড ডে মিলের পাশাপাশি দেওয়া হবে ব্রেকফাস্ট (Breakfast)।

Advertisements

যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনা রীতিমত প্রশংসনীয়। কেননা এই প্রকল্পের মধ্য দিয়ে পড়ুয়ারা স্কুলে এলেই প্রথমে তাদের দেওয়া হবে ব্রেকফাস্ট এবং ক্লাস শুরু করা হবে। তারপর মিড ডে মিল খাইয়ে পড়ুয়াদের বাড়ি পাঠানো হবে। এক্ষেত্রে পড়ুয়ারা আরও বেশি পুষ্টি পাবেন তা নিয়ে কোন সন্দেহ নেই। পাশাপাশি পড়ুয়াদের মধ্যে স্কুল ছুটের প্রবণতা অনেক কম হবে বলেও মনে করা হচ্ছে।

Advertisements

মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নানান অভিযোগ উঠতে দেখা যায়। সেই সকল অভিযোগের মধ্যে খাবারের গুণগত মান কমিয়ে দেওয়া থেকে শুরু করে খাবারে বিভিন্ন ধরনের পোকামাকড়, সাপ, টিকটিকি ইত্যাদি পাওয়ার অভিযোগও উঠেছে একাধিকবার। তবে এই সকল অভিযোগের মধ্যেই দেশের একটি রাজ্য মিড ডে মিলের পাশাপাশি ব্রেকফাস্ট দেওয়ার ঘোষণা করে নজির তৈরি করল।

Advertisements

মিড ডে মিলের পাশাপাশি পড়ুয়াদের ব্রেকফাস্ট দেওয়ার এমন ঘোষণা করা হয়েছে এমকে স্ট্যালিনের রাজ্যে। গত বছর তামিলনাড়ুতে এমকে স্ট্যালিন পরীক্ষামূলকভাবে এমন প্রকল্প চালু করেছিলেন। এরপর এখন এই প্রকল্পকে গোটা রাজ্যে চালু করার ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। শুক্রবার এমকে স্ট্যালিন গিয়েছিলেন নাগাপট্টনম জেলার থিরুক্কুভালাই গ্রামে। এই গ্রাম হল মুখ্যমন্ত্রীর বাবা এম কে করুণানিধি অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মস্থান। এই গ্রামেই পড়ুয়াদের ব্রেকফাস্ট খাইয়ে এই প্রকল্পকে রাজ্যজুড়ে ছড়িয়ে দেন স্ট্যালিন।

গত বছর ১৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হয়েছিল ডিএমকে’র প্রতিষ্ঠাতা সিএন আন্নাদুরাইয়ের জন্মদিনে। এই প্রকল্প যাতে সঠিকভাবে চলতে পারে তার জন্য চলতি বছর বাজেটে তামিলনাড়ু সরকারের তরফ থেকে আলাদা করে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। তামিলনাড়ু সরকার পড়ুয়াদের জন্য মিড ডে মিলের পাশাপাশি ব্রেকফাস্টের আয়োজন করে গোটা দেশের সামনে নজির গড়লো।

Advertisements