জনধন অ্যাকাউন্টের সুবিধা কি কি? কিভাবে খোলা যায় এই অ্যাকাউন্ট

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের ফলে দীর্ঘদিন ধরেই চলছে লকডাউন। এই সময় সাধারণ মানুষের চিন্তা করে কেন্দ্র সরকার জনধন যোজনার আওতায় সাধারণ মানুষকে আনার জন্য ব্যাঙ্কে জনধন অ্যাকাউন্টের দিকে বিশেষ জোর দিচ্ছে। ২০১৪ সালের আগস্ট মাসে এই প্রকল্পটি চালু করে কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের আওতায় প্রায় ৩৯ কোটি মানুষকে সরাসরি টাকা দিয়ে সহায়তা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৪ হাজার ৮০০ কোটি টাকা এর জন্য দেওয়া হয়েছে। কিস্তি হিসাবে ২০.০৫ কোটি মহিলার জনধন অ্যাকাউন্টে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। দ্বিতীয়বারের টাকাও ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে।

জনধন অ্যাকাউন্টে কি কি সুবিধা পাওয়া যায়?

আপনি সরকার কর্তৃক খোলা জিরো ব্যালেন্স জনধন অ্যাকাউন্টে আপনি অনেক ধরণের সুবিধা পেতে পারেন। এগুলিতে আপনি ওভারড্রাফট সুবিধার পাশাপাশি রুপে ডেবিট কার্ড পাবেন। এই কার্ডে আপনি ১ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা পাবেন বিনামূল্যে।

যদি একটি চেকবুক নিতে চান তবে আপনাকে সর্বদা অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা রাখতে হবে। এছাড়াও জনধন অ্যাকাউন্ট থাকলে গ্যাস সিলিন্ডার ভর্তুকি, পেনশনের মত সরকারি আর্থিক সুবিধা পাবেন সাধারণ মানুষ।

কারা জনধন অ্যাকাউন্ট খুলতে পারবে?

প্রত্যেক ভারতীয় নাগরিক এই সুবিধা পেতে পারেন। ১০ বছরের উপরের যেকোনো শিশুই এই অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে সেক্ষেত্রে অবশ্য শিশুর ১৮ বছর বয়স পর্যন্ত সেটি অভিভাবকের সাথে যৌথ ভাবে থাকবে, যেকোনো লেনদেনের ক্ষেত্রে দুজনেরই সম্মতি প্রয়োজন হবে। ১৮ বছর বয়স হলে নির্দিষ্ট নথি দেখিয়ে (পরিচয় প্রমাণ) তা ব্যাক্তিগত অ্যাকাউন্ট করিয়ে নেওয়া যাবে।

কিভাবে জনধন অ্যাকাউন্ট খুলবেন?

জনধন অ্যাকাউন্ট খোলার জন্য ফর্ম প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের মূল ওয়েবসাইট https://pmjdy.gov.in/ তে পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন ব্যাঙ্কের শাখা এবং ব্যাঙ্কের আফিশিয়াল ওয়েবসাইট থেকেও এই ফর্ম পাওয়া যাবে।

জনধন অ্যাকাউন্ট খোলার জন্য কি কি নথি লাগবে?

অভিভাবকের ঠিকানা প্রমাণ (যেকোনো গ্রহণযোগ্য নথি), পরিচয় প্রমাণ (আধার কার্ড, রেশন কার্ড বা অন্য কোনো নথি)। যদি কোনও নাগরিকের ভোটার আইডি কার্ড, প্যান, আধার সহ কোনও অফিসিয়াল ডকুমেন্ট না থাকে তবে তিনিও অ্যাকাউন্ট খুলতে পারবেন।

এর জন্য তাঁকে নিকটস্থ ব্যাঙ্কের শাখায় গিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্ক কর্মকর্তার উপস্থিতিতে সেলফ অ্যাটাস্টেড ছবি দিতে হবে। ফটোতে অবশ্যই সাইন বা থাম্বপ্রিন্ট থাকতে হবে। এই অ্যাকাউন্ট চালু রাখতে ১২ মাসের মধ্যে কোনও বৈধ নথি জমা দিতে হবে। তবে এরপরেও নথি দিয়ে এই অ্যাকাউন্টটি চালিয়ে যেতে পারবেন।