নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে এক দেশ এক নির্বাচন (One Nation One Election) চালু করার জন্য উঠে পড়ে নেমেছে কেন্দ্র সরকার। এমন ব্যবস্থা চালু করার জন্য আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে একটি কমিটি তৈরি করা হয়েছিল এবং এখন সেই কমিটির প্রস্তাব অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা কেন্দ্র সরকারের দীর্ঘদিনের স্বপ্ন দেশে এক দেশ এক নির্বাচন চালু করার।
এক দেশ এক নির্বাচন চালু হলে মিলবে বেশ কিছু সুবিধা। স্বাভাবিকভাবেই কেন্দ্র সরকার এই প্রথা চালু করার জন্য উঠে পড়ে লেগেছে। এই প্রথা চালু হলে কতটা লাভ হবে, সাধারণ নাগরিকরা কি কি সুবিধা পাবেন চলুন দেখে নেওয়া যাক।
১) বারবার নির্বাচন হলে সেই নির্বাচনের পিছনে বিপুল পরিমাণে অর্থ খরচ হয়ে থাকে। এক দেশ এক নির্বাচন প্রথা চালু হলে এই বিপুল পরিমাণ খরচ সাশ্রয় করা যাবে। এছাড়াও রাজনৈতিক দলগুলিরও অনেকটাই খরচ বাঁচবে। সরকারের যে খরচ বাজবে সেই খরচ জনকল্যাণমূলক বিভিন্ন কাজে খরচ করা যেতে পারে।
২) বারবার নির্বাচন হলে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান থেকে শুরু করে সরকারি কাজকর্ম MMC চলাকালীন স্তব্ধ হয়ে যায়। যতবার নির্বাচন হয় ততবার সাধারণ নাগরিকদের এমন সমস্যার মুখোমুখি হতে হয়। এক্ষেত্রে একবার নির্বাচন হলে এমন সমস্যার মুখোমুখি হতে হবে না বারবার।
৩) বারবার নির্বাচনের ক্ষেত্রে ভোট কর্মী থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী সবার কাজকর্মে ধকল বেড়ে যায়। একবার নির্বাচন হলে এই ধকল কিছুটা হলেও কমবে।
৪) এক দেশ এক নির্বাচনের পরিপ্রেক্ষিতে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হলে ভোটের হার বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৫) বারবার নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন সময় প্রচারে ব্যস্ত থাকতে হয়। সেক্ষেত্রে তারা সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় অসুবিধার মুখোমুখি হন। এক্ষেত্রে একবার নির্বাচন হলে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।