নিজস্ব প্রতিবেদন : দৈনন্দিন জীবনযাপনের জন্য যেমন অর্থের প্রয়োজন হয়ে থাকে, ঠিক সেই রকমই ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যও প্রয়োজন হয় অর্থের। সে কারণে অধিকাংশ নাগরিককে দেখা যায় দৈনন্দিন জীবনযাপনের পাশাপাশি ব্যাংক, পোস্ট অফিস সহ বিভিন্ন জায়গায় সঞ্চয় করতে।
ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার ক্ষেত্রে লাভজনক যে সকল ক্ষেত্রে রয়েছে সেগুলি হল শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদি। তবে এই সকল ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে অনেক ঝুঁকি থাকায় অধিকাংশ মানুষ ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের দিকে ছুটেন। সেরকমই পোস্ট অফিসের একটি স্কিম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ঠিকঠাক বিনিয়োগ করা হলে অবসরকালীন এক কোটি টাকা পাওয়া যেতে পারে।
পিপিএফ অ্যাকাউন্ট থেকে অবসরকালীন সময়ে এক কোটি টাকার বেশি আয় করার জন্য বিনিয়োগকারীদের প্রতিদিন ৪১৭ টাকা করে বিনিয়োগ করতে হবে। এই টাকা বিনিয়োগ করা হলে মাসের শেষে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১২,৫০০ টাকা। বছরে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় দেড় লক্ষ টাকার কিছু বেশি।
একই হারে যদি বিনিয়োগ করা হয়ে থাকে তাহলে ১৫ বছর পর চক্রবৃদ্ধি হারে এই বিনিয়োগ বেড়ে দাঁড়াবে ৪০ লক্ষ ৫৮ হাজার টাকা। এই হিসাব অনুযায়ী যদি কোন ব্যক্তি তার ৩৫ বছর বয়স থেকে একই হারে বিনিয়োগ করে থাকেন তাহলে তার যখন ৬০ বছর বয়স হবে সেই সময় অর্থাৎ বিনিয়োগের ২৫ বছর পর সুদ-আসল মিলে মোট অংক দাঁড়াবে এক কোটি তিন লক্ষ টাকা। পাশাপাশি এই টাকা হবে সম্পূর্ণভাবে করমুক্ত।
প্রতিদিন এই এত পরিমাণ টাকা বিনিয়োগ করা অনেকের পক্ষেই কষ্টসাধ্য হতে পারে। তবে বিনিয়োগকারীরা নিজেদের সাধ্যমত বিনিয়োগ পিপিএফ অ্যাকাউন্টে করলে ব্যাঙ্ক অথবা অন্য কোন ক্ষেত্রে বিনিয়োগের তুলনায় অনেক বেশি সুদ পাওয়া যায় পোস্ট অফিসের স্কিম থেকে।