‘রাজ্যের মন্ত্রী আর বিধায়কদের বেতনের টাকা কাটুন’, মুখ্যমন্ত্রীকে অনুরোধ ধনখড়ের

নিজস্ব প্রতিবেদন : করোনা মোকাবিলায় কেন্দ্র সরকারের তরফ থেকে সাংসদদের বেতনের ৩০% কাটার জন্য অর্ডিন্যান্স জারি করেছে মন্ত্রিসভার বৈঠকের। শুধু সাংসদদের বেতনই না, পাশাপাশি সাংসদদের পেনশন ও ভাতার ক্ষেত্রেও এই ছাঁটাই করা হবে বলে জানাই কেন্দ্র সরকার। এরপরেই মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনখড় রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের বেতনের ৩০ শতাংশ কাটা হোক বলে দাবি তুললেন।

মঙ্গলবার সকালে রাজ্যপাল জাগদীপ ধনখড় ট্যুইট করে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন, “ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিদ্ধান্ত নিয়েছেন করোনা মোকাবিলায় দেশের সাংসদ ও মন্ত্রীদের বেতন থেকে ৩০% করে কাটা হবে এক বছরের জন্য। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালরা নিজেদের বেতনের ৩০% অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবেদন জানাচ্ছি, রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের মুখ্যমন্ত্রীর মাধ্যমে যাতে তারাও এক বছরের ৩০ শতাংশ বেতন দিয়ে করোনা মোকাবিলায় সহযোগিতা করেন।”

যদিও রাজ্যপালের এই ট্যুইটের ভিত্তিতে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজ্য সরকারের তরফ থেকে। তবে দেশজুড়ে ক্রমশ বেড়েই চলেছে করোনা ভাইরাসে সংক্রামিত ব্যক্তিদের সংখ্যা। আর এই রকম পরিস্থিতিতে সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সাংসদদের বেতন ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত সংসদ বন্ধ থাকায় অর্ডিন্যান্স জারি করে সাংসদদের বেতন ও পেনশন আইন সংশোধন করা হয়। জানা গিয়েছে, সংসদ খুললে সেই অর্ডিনেন্স সংসদে পেশ করে আইনে পরিণত করা হবে।