Bengal Police Recruitment: পুজোর আগে প্রকাশিত হলো নিয়োগ বিজ্ঞপ্তি, ১২০০০ পুলিশ কর্মী নিয়োগ করবে রাজ্য

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bengal Police Recruitment: পুজোর আগে প্রকাশিত হলো নিয়োগ বিজ্ঞপ্তি, ১২০০০ পুলিশ কর্মী নিয়োগ করবে রাজ্য। আর মাত্র কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই সময়টা চারিদিকে খুশির আমেজ একটু একটু করে উৎসবে মেতে উঠছে গোটা রাজ্য। এই পরিস্থিতিতে আনন্দ আরও কিছুটা বাড়িয়ে দিল মুখ্যমন্ত্রীর করা ঘোষণা। খুব শীঘ্রই রাজ্য পুলিশে নতুন করে কর্মী নিয়োগ (Bengal Police Recruitment) করা হবে। এমনটাই ঘোষণা করেছেন তিনি। সম্প্রতি নবান্নে একটি বৈঠকের আয়োজন করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের শেষে তিনি এই নিয়োগ সংক্রান্ত ঘোষণাটি করেন।

Advertisements

বৃহস্পতিবার বিকেল বেলা নবান্নে স্বাস্থ্য সংক্রান্ত আলোচনার জন্য একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজের সুপার এবং অধ্যক্ষরা। এছাড়াও জেলার এসপি সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও এই বৈঠকে হাজির ছিলেন। কলকাতার বুকে ঘটে গেছে এক নৃশংস হত্যাকাণ্ড। আর জি করে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডকে গিয়ে সারাদেশ উত্তাল হয়ে রয়েছে। বারবার প্রশ্ন উঠছে কর্মক্ষেত্রে কর্মরত কর্মীদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। বিশেষত যখন বিষয়টার সাথে হাসপাতালের মত অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রও যুক্ত হয়ে গেছে, তখন সুরক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তিত হবার অবশ্যই কারণ রয়েছে বলে মনে করছে প্রশাসন। এই বিষয়ে আলোচনা প্রসঙ্গ চলাকালীন নতুন করে রাজ্য পুলিশে কর্মী নিয়োগের (Bengal Police Recruitment) কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisements

সেই বৈঠক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে রাজ্য পুলিশে (Bengal Police Recruitment)। তবে পুলিশের কোন বিভাগে কতজন করে কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোন ধারণা দেওয়া হয়নি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুলিশের কর্মী নিয়োগ নিয়ে একটি আইনি জটিলতা অনেকদিন ধরেই চলছে। সেই জট না কাটলে নিয়োগ করা সম্ভব হবে না। সে কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তিনি আশ্বাস দিয়েছেন পূজোর আগেই হয়তো নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হবে প্রশাসনের পক্ষে। এই ঘোষণাতে স্বাভাবিকভাবেই খুশি চাকরিপ্রার্থীরা।

Advertisements

আরো পড়ুন: দেশজুড়ে তৈরি হবে আরও ৬০ টি মেডিকেল কলেজ, অনুমোদন দিল কেন্দ্র

বৈঠকে রাজ্য পুলিশের কর্মী নিয়োগ (Bengal Police Recruitment) সংক্রান্ত ঘোষণা করার পাশাপাশি, হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করা নিয়েও একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে ১০০ কোটি টাকার বিনিয়োগের কথা বলা হয়েছে। সেই টাকা কিভাবে খরচ হবে? কোন খাতে কত টাকা খরচ হবে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বৈঠকে। এছাড়াও প্রত্যেকটি হাসপাতাল, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী প্রত্যেকের জন্য উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা তৈরি করতে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন হতে পারে সবকিছু নিয়েই আলোচনা করা হয়েছে বৈঠকে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর রাজ্য পুলিশে নিয়োগ (Bengal Police Recruitment) সংক্রান্ত বিষয়ে একাধিক জটিলতার সৃষ্টি হয়েছিল। বিলম্বিত হয়েছিল নিয়োগ প্রক্রিয়া। এই নিয়ে বৈঠকের মাঝেই অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি তিনি বর্তমানে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদেরও দায়িত্ব সামলাচ্ছেন। তাই এই ক্ষেত্রগুলিতে হওয়া যে কোনরকম বেনিয়মের দায় সরাসরি এসে পড়ে তার উপরে। যত তাড়াতাড়ি সম্ভব আইনি জটিলতা কাটিয়ে নতুন করে নিয়োগ করার ঘোষণা তো করা হয়েছেই, পাশাপাশি চাকরিতে নিয়োগ করার জন্য যে প্রশিক্ষণ দেওয়া হয় তার মেয়াদ ৬ মাস থেকে কমিয়ে সাত দিন করে দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Advertisements