Weather in Bengal: জাঁকিয়ে পড়তে চলেছে শীত, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ রেডি থাকুন রাজ্যবাসী

Prosun Kanti Das

Published on:

Advertisements

Weather in Bengal: আলিপুর আবহাওয়া অফিস সুখবর দিল বঙ্গবাসীর জন্য। শীঘ্রই রেডি করতে হতে পারে লেপ কম্বল। এবার শীতের আমেজ উপভোগ করার জন্য আর অপেক্ষা করতে হবে না বড়দিন পর্যন্ত তার আগেই হয়তো জাঁকিয়ে পড়তে পারে শীত। শীতকালে শীত না পড়লে মন খারাপ হবারই কথা। তাই আর দুঃখ করতে হবে না রাজ্যবাসীকে। দক্ষিণবঙ্গের শীত পড়ার পাশাপাশি দার্জিলিঙেও হতে পারে তুষারপাত। তাই শীতের মরশুম বেশ ভালোভাবেই কাটবে অন্তত এমনটাই আশা করা যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী।

Advertisements

পূর্বাভাস অনুযায়ী আবারো সক্রিয় হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। যে কারণে দার্জিলিং থেকে শুরু করে সিকিম লাগোয়া এলাকার আবহাওয়া খারাপ হতে থাকবে। আবহাওয়ার পূর্বাভাস (Weather in Bengal) অনুসারে, হয়তো বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়াতে আসতে চলেছে বিরাট পরিবর্তন।

Advertisements

আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে (Weather in Bengal), বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা ইতিমধ্যেই কেটে গিয়েছে। আবহাওয়াবিদরা অবশ্য মনে করছেন যে, কোন বাধা না পেয়ে পারদ এবার অনায়াসেই নামবে। অর্থাৎ রাজ্যবাসী শীত উপভোগ করতে পারবে শীঘ্রই। বাংলার মানুষকে আর অপেক্ষা করতে হবে না হাড় কাঁপানো ঠান্ডার সাক্ষী হওয়ার জন্য। ইতিমধ্যেই বঙ্গের বিভিন্ন জেলাতে ঠান্ডা অনুভব হচ্ছে, আর উপরি পাওনা হলো দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। ঠান্ডার দাপট চলবে আশা করি বজায় থাকবে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়।

Advertisements

আরো পড়ুন: পারদ পতন দক্ষিণবঙ্গে, ডিসেম্বরে কেমন থাকবে আবহাওয়া জানালো হাওয়া অফিস

হালকা থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের বিভিন্ন জায়গাতে। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে (Weather in Bengal)। হালকা বৃষ্টি হতে পারে ৯ই ডিসেম্বর উত্তর দিনাজপুর, মালদার বিভিন্ন এলাকাতে। ৮ই ডিসেম্বর তুষারপাতের সম্ভাবনা রয়েছে ঘুম, টাইগার হিল, সান্দাকফু, ডাউহিল সহ দার্জিলিং লাগোয়া এলাকায়।

ডিসেম্বরে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে চলুন জেনে নিই চটজলদি। দার্জিলিং ও কালিম্পংয়ের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাত হলে শীতের প্রভাব বাড়বে এমনটাই মনে করা হচ্ছে। উত্তর দিনাজপুর, মালদার বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আবহাওয়ার পরিস্থিতি দেখে আন্দাজ করা যাচ্ছে শীত পড়তে চলেছে রাজ্যে।

Advertisements