Upcoming Cyclone: সামনে এলো বঙ্গোপসাগরের পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম! রেখেছেন বাঙালিরা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bengali has named the next cyclone after mokha: ঘূর্ণিঝড় যেনো ভারত এবং বাংলাদেশের পিছন ছাড়ছেনা। এমনকি দু-দিনের মধ্যেই বাংলাদেশ (Bangladesh) ও মায়ানমার (Myanmar) উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘মোখা’(Mokha)। আপাতত এই ঘূর্ণিঝড়ের হাত থেকে কিন্তু রেহাই পাচ্ছে বাংলা। কিন্তু এই ঘূর্ণিঝড়ের নামকরণ নিয়ে কম ধোঁয়াশা হয়নি। কারও মতে এই ঘূর্ণিঝড়ের নাম ‘মোচা’, আবার কেউ বলছে, ‘মোকা’, অনেকেই আবার এর নাম দিয়েছে ‘মোখা’। আসলে ইয়েমেনের একটি বন্দরের নামেই এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে। সবে তো গেল এই ঘূর্ণিঝড়ের কথা। এরপর কত মারাত্মক ঘূর্ণিঝড় (Upcoming Cyclone) আসছে জানেন?

Advertisements

কবে আছড়ে পড়বে এই ঝড়? তা এখনও কিন্তু স্পষ্ট নয়। তবে আসন্ন ঘূর্ণিঝড়ের (Upcoming Cyclone) নামকরণ স্থির হয়ে গিয়েছে। সেই ঘূর্ণিঝড়ের (Cyclone) নাম কি জানেন? নাম হলো ‘বিপর্যয়’ (Biporjoy)। আমরা সবাই জানি ঘূর্ণিঝড় মানেই বিপর্যয় ডেকে আনে, এই ধরনের নামকরণ থেকেই তা পুরোপুরি স্পষ্ট। এই নামকরণ করেছে আমাদের পড়শি দেশ বাংলাদেশ (Bangladesh)। সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো পরের ঘূর্ণিঝড়টির নামও স্থির হয়ে গিয়েছে, সেটির নাম হলো (Tej)। নাম দিয়েছে ভারত (India)।

Advertisements

অনেকেই হয়তো জানেন না যে, বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) বা ESCAP-এর অন্তর্ভুক্ত ১৩টি দেশই সাধারণত বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে। ইয়েমেন নিজের দেশের বন্দরের নামে আসন্ন ঝড়টির (Upcoming Cyclone) নামকরণ করেছিল ‘মোখা’।

Advertisements

এরপর আরেকটি ঘূর্ণিঝড় আসছে যার নাম হল, ‘বিপর্যয়’। এই নামকরণ কিন্তু স্থির করেছে বাংলাদেশ। শুধু ‘বিপর্যয়’ শেষ নয় এরপরও আসছে আরও একটি ঝড়। ‘বিপর্যয়’-এর পরে আসছে ‘তেজ’। আসন্ন সেই ঝড়ের নামটি দিয়েছে ভারত। বিপর্যয় মানে হলো যা সব কিছু ধ্বংস করে দেয়। ‘বিপর্যয়’-এর মতোই ঘূর্ণিঝড়ের তীব্রতার সঙ্গে সামঞ্জস্য রেখে এরকম নামকরণ করেছে ভারত।

একের পর এক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে যার কোন শেষ নেই। তেজ-এর পরেও আরও ৭টি ঘূর্ণিঝড়ের নাম স্থির হয়ে গিয়েছে। আসুন সেই নামগুলি জেনে নেওয়া যাক, সেগুলি যথাক্রমে, হামুন, মিধালি, মিচাউঙ্গ, রিমাল, আসনাস ডানা, ফিনগাল। ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার এবং সৌদি আরব দেশগুলো এইসব নাম দিয়েছে।

Advertisements