মুখ্যমন্ত্রীদের তালিকায় ফার্স্ট বয় যোগী, কত নম্বরে দিদি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বর্তমান পরিস্থিতি আর সেই সকল পরিস্থিতির নিরিখে দেশের মানুষ সবথেকে বেশি কোন জনপ্রতিনিধিকে পছন্দ করছেন তার জন্য দিন কয়েক আগেই একটি সমীক্ষা হয়। যে সমীক্ষায় কত বেশি মানুষ কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, কোন রাজনৈতিক দলকে এগিয়ে রেখেছেন ইত্যাদি উঠে এসেছে। আর এসবের পাশাপাশি এই সমীক্ষাতেই উঠে এসেছে দেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের নাম।

Advertisements

Advertisements

‘মুড অফ দ্য নেশন’-এর এই সমীক্ষায় যা উঠে এসেছে তাতে হাথ্রাস হোক অথবা অন্য কোনো ইস্যু, কোন কিছুতেই সেরা মুখ্যমন্ত্রীর তালিকা থেকে যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা এতটুকু টোল খাইনি। সমীক্ষায় তিনিই প্রথম জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে নিজের স্থান অধিকার করেছেন। তবে এই প্রথম নয় এই নিয়ে তিনি টানা চারবার দেশের সেরা মুখ্যমন্ত্রী শিরোপা পেলেন। সেরা মুখ্যমন্ত্রীর তালিকায় থাকার জন্য তিনি মোট ভোটের ২৫% ভোট পেয়েছেন।

Advertisements

এই সমীক্ষা থেকেই জানা গিয়েছে দেশের সেরা মুখ্যমন্ত্রীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই সমীক্ষায় যে সকল মানুষেরা অংশগ্রহণ করেছিলেন তাদের ১৪ শতাংশ মানুষ দেশের দ্বিতীয় সেরা মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালকেই পছন্দ করেন।

পাশাপাশি এই সমীক্ষায় দেশের সেরা মুখ্যমন্ত্রীর তালিকায় জায়গা পেয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি। বিহার নির্বাচনে ভরাডুবির পরেও নিতিশ কুমার রয়েছেন দেশের সেরা মুখ্যমন্ত্রীর তালিকায় চতুর্থ স্থানে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি রয়েছেন পঞ্চম স্থানে।

সেরা মুখ্যমন্ত্রীর তালিকায় ‘দিদি’র স্থান কত নম্বরে?

‘দিদি’ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেশের রাজনীতির অন্যতম আলোচ্য মুখ। পাশাপাশি সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। যে কারণে তিনি সেরা মুখ্যমন্ত্রী তালিকায় কত নম্বরে রয়েছেন তা সকলেরই কৌতূহলের বিষয়। এই সমীক্ষা থেকে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন দেশের মধ্যে তৃতীয় স্থানে। সমীক্ষায় অংশগ্রহণকারী মানুষদের ৮ শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেরা হিসেবে বেছে নিয়েছেন।

Advertisements