‘বয়স হয়েছে, রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত’, অনুব্রতকে পরামর্শ অনুপমের

Amarnath Dutta

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বিধানসভা নির্বাচনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারংবার দাবি করছেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ২২০ থেকে ২৩০ টি আসন পাবে। আর সেই জায়গায় বিজেপির আসন সংখ্যা নিয়ে তার দাবি কখনো ৫ থেকে ৬, কখনো বড়জোড় ২০। আর এরই পরিপ্রেক্ষিতে শনিবার অনুব্রত মণ্ডলকে এক্ষুনি রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত বলে পরামর্শ দিলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা।

Advertisements

Advertisements

শনিবার বোলপুরে সাংগঠনিক কাজে এসে অনুপম হাজরা এই আসন সংখ্যা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে জানান, “উনার বয়স হয়েছে তো। এখন রেস্ট দরকার। এখন উনার উচিত ঠিক সময়ে সসম্মানে রাজনীতি থেকে বিদায় নেওয়া। বীরভূমকে অনেক অতিষ্ঠ করেছেন, অনেক জ্বালিয়েছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বো’মা ছুঁড়েছেন। এবার উনার উচিত, উনার যা বয়স হয়েছে তাতে রাজনীতি থেকে বিদায় নেওয়া।”

Advertisements

আর এই সাথে সাথেই এদিন খোঁচা দিয়ে অনুপম হাজরা বলেন, “এটা উনার দেখলে খারাপ লাগবে যে, উনি থাকতে থাকতেই বীরভূম থেকে তৃণমূলের ক্ষমতা হাতছাড়া হয়ে গেল। সেজন্য এটা বেস্ট টাইম যখন উনি রাজনীতি থেকে বিদায় নিতে পারেন। কারণ আপনারা এর আগেও শুনেছিলেন যে, উনি বলেছিলেন নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হয় রাজনীতি ছেড়ে দেবেন। তো বিভিন্ন সময়ে ভুলভাল বকে থাকেন। তাই এখন বেস্ট টাইম উনার রাজনীতি থেকে বিদায় নেওয়ার। কারণ যেখানে দলনেত্রী অবস্থা খারাপ ভবানীপুর থেকে, নিজের কেন্দ্র থেকে জিতবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে উনার কাছের ভাইয়ের ভুলভাল বকাটা স্বাভাবিক। তবে আমরা চাইব উনার রাজনৈতিক বিদায় খুব গ্রেসফুলি হোক। সসম্মানে হোক।”

পাশাপাশি অনুপম হাজরা এদিন আকারে-ইঙ্গিতে সতর্ক করে জানান, “ব্যাপারটা হচ্ছে যে যে পরিমাণে মানুষকে জ্বালিয়ে রেখেছেন, অতিষ্ঠ করে রেখেছেন, তো অবিয়েসলি যদি মানুষ সেই সকল রাগ পুষে রাখেন তখন মুশকিল হয়ে যাবে।”

অন্যদিকে এদিন অনুপম হাজরা আগামী বিধানসভা নির্বাচনে বীরভূম ও পশ্চিমবঙ্গে বিজেপি কেমন ফলাফল করবে সে সম্পর্কে দাবি করেন, “সংগঠন কম বেশি, সব জায়গাতেই বিজেপি ভালো ফল করবে। কারণ মানুষ ঠিক করে নিয়েছেন অন্তত এই তৃণমূল সরকারকে তারা আর ফিরিয়ে আনতে চাইছেন না। সিপিআইএম যাওয়ার সময় ঠিক যেমনটা হয়েছিল তারই প্রতিফলন দেখা যাচ্ছে বর্তমানে।”

Advertisements