অনলাইনে লেনদেনের সময় মেনে চলুন এই ৬ নিয়ম, কেউ কিছু করতে পারবে না

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে এখন ডিজিটাল লেনদেন আকাশছোঁয়া। বিশ্বের পাশাপাশি তালে তাল মিলিয়ে ভারতেও প্রতিদিন বাড়ছে অনলাইনে লেনদেন। তবে অনলাইনে লেনদেনের এই ফাঁকে প্রতারকরা ওঁৎ পেতে বসে থাকছেন টাকা হাতিয়ে নেওয়ার জন্য। এই জায়গায় অনলাইনে লেনদেনের সময় যদি ৬ টি নিয়ম মেনে চলা হয় তাহলে কোন প্রতারক ধারে কাছে ঘেঁষতে পারবে না।

১) স্মার্টফোন হোক অথবা কম্পিউটার, যেখান থেকেই অনলাইনে লেনদেন করা হোক না কেন নিজেদের পাসওয়ার্ড বা পিন ঘনঘন পরিবর্তন করতে হবে। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাত দিন অন্তর অন্তর এই পরিবর্তন করা দরকার। যদি তা সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে ১৫ দিন অন্তর অন্তর পরিবর্তন করে নিতে হবে।

২) কোন পাবলিক কম্পিউটারে নিজেদের অ্যাকাউন্ট খুলে অনলাইন লেনদেন করা উচিত নয়। এর ফলে অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড অন্য জনের হাতে চলে যেতে পারে। সাইবার কাফে, অফিস ইত্যাদি জায়গায় থাকা কম্পিউটার ব্যবহার করে এই ধরনের লেনদেন থেকে বিরত থাকতে হবে।

৩) বর্তমানে বিভিন্ন ব্যাংক এবং ইউপিআই সংস্থা আর্থিক লেনদেনের জন্য নানান ধরনের অ্যাপ লঞ্চ করেছে। এই সকল অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করার সময় সবচেয়ে বেশি সর্তকতা অবলম্বন করতে হবে। গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর ছাড়া এই ধরনের অ্যাপ ইন্সটল করা উচিত হবে না। কেউ ডাউনলোড লিঙ্ক পাঠালো অথবা অন্য কোন জায়গা থেকে অ্যাপ ইনস্টল করা যাবে না।

৪) হোয়াটসঅ্যাপ অথবা বিভিন্ন মাধ্যমে নানান ধরনের লিঙ্ক এসে থাকে। এগুলি মূলত ফিশিং ওয়েবসাইট থেকে পাঠানো হয়ে থাকে। এই ধরনের লিঙ্ক থেকে সবসময় বিরত থাকতে হবে।

৫) ব্যক্তিগত কম্পিউটার বা মোবাইল থেকে আর্থিক লেনদেন করা হলেও সেখানেও কিছু সর্তকতা অবলম্বন করতে হবে। ব্যক্তিগত কম্পিউটারে অ্যান্টিভাইরাস রাখা দরকার। মোবাইলের ক্ষেত্রেও এই ধরনের সর্তকতা অবলম্বন করা যেতে পারে। পাশাপাশি কোন ভুলভাল ওয়েবসাইটে প্রবেশ করা যাবে না।

৬) অনলাইনে লেনদেন করার সময় কার্ডের বিবরণ দেওয়ার ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে। কোন ভুল ওয়েবসাইট অথবা অ্যাপে যেন কার্ডের বিবরণ দেওয়া না হয়।