Winter Tourist Places: ভরা শীত উপভোগ করতে চান, রইলো বাংলার সেরা ৫টি জায়গার ঠিকানা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Winter Tourist Places: শীতকাল মানেই পর্যটনের মরশুম। আর এই সময়েই লম্বা ছুটিতে এখানে ওখানে ভিড় জমান ভ্রমণ পিপাসুরা। তবে বাংলাতেও রয়েছে একাধিক নজর কাড়া পর্যটন কেন্দ্র। ইতিমধ্যেই পুরানো বছর শেষ হয়ে নতুন বছর এসে পৌঁছেছে দরজায়। চলছে জানুয়ারি মাস। এর মধ্যে ছুটি নিয়ে চট করে বাংলার একাধিক নজরকাড়া স্থানে ভ্রমণ হলে তো মন্দ হয়না। তাহলে দেরি না করে চলুন জেনে নিই বিশদে।

Advertisements

১. হেনরি আইল্যান্ড:

Advertisements

জানুয়ারির জমজমাটি শীতের মধ্যে প্রকৃতিকে উপভোগ করার জন্য হেনরি আইল্যান্ড অন্যতম। শান্ত পরিবেশে সমুদ্র ও প্রাকৃতিক শোভা উপভোগ করতে অনেকেই হাজির হন হেনরি আইল্যান্ডে। অল্প কিছু দিনের অবসর যাপনের জন্য এই স্থান অন্যতম। কোলকাতা থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপের নামডাক রয়েছে পর্যটকদের মধ্যে। এর জন্য ট্রেনে নামখানা হয়ে সড়কপথে পৌঁছে যাওয়া যায় হেনরি আইল্যান্ড।

Advertisements
২. বাঁকিপুট:

দিন কয়েকের শীতের ছুটি (Winter Tourist Places) কাটাতে, শহরের সমস্ত হলাহল পিছনে ফেলে যদি নিরিবিলি ভ্রমণে আগ্রহ থেকে থাকে তবে পশ্চিমবঙ্গের এই বাঁকিপুট সমুদ্র সৈকত উল্লেখযোগ্য হতে চলেছে। বাংলার অন্যান্য সমুদ্র তীরের মতো ভিড় নেই অথচ রয়েছে অমলিন শান্তি এবং নিরিবিলি পরিবেশের সাথে উত্তাল সমুদ্র। কলকাতা থেকে কাঁথি পৌঁছে বাসস্ট্যান্ড থেকে বাঁকিপুট যাওয়ার গাড়ি পাওয়া যাবে। দিঘা থেকেও বাঁকিপুট যাওয়ার গাড়ি পাওয়া যাবে।

৩. বড়ন্তি:

শীতকালীন ভ্রমণে (Winter Tourist Places) লাল পাহাড়ির দেশে ভ্রমণের জন্য বেছে নিতে পারেন এই বড়ন্তিকে। নিরিবিলি পরিবেশে উপভোগ করতে পুরুলিয়ার এই জায়গায় ভ্রমণ করে আসতে পারেন। শাল, শিমুল, পলাশ, সেগুনে ঘেরা পাহাড়ি জনজীবন এক কথায় আপনাকে আকৃষ্ট করবে।

আরও পড়ুন:Travel Destination In WinterTravel Destination In Winter: সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে চান, শীতের ছুটিতে ঘুরে আসুন এখান থেকে

৪. কালিম্পং:

দার্জিলিং বাঙালির প্রিয় শৈলশহর হওয়ার দরুন সেখানে সবসময় মানুষের অগণিত ভিড় থাকে। আর যারা শীতকালীন ভ্রমণে (Winter Tourist Places) পাহাড়ি এলাকার ঠাণ্ডা অনুভব করতে চান অথচ ভিড় পছন্দ করেন না তাদের জন্য রয়েছে কালিম্পং। তুলনামূলক কম ভিড় এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই পাহাড়ি শহর মনে দাগ কাটবে সকলেরই।

৫. মুর্শিদাবাদ:

শীতের মরশুমে ভ্রমণের জায়গা (Winter Tourist Places) হিসেবে মুর্শিদাবাদের ইতিহাস ঘেরা অভিজ্ঞতা নেওয়া মোটেও খারাপ বুদ্ধি হবেনা। এই জেলার আনাচে-কানাচে রয়েছে ইতিহাস। হাজারদুয়ারি থেকে শুরু করে ইমামবারা, নসিপুর রাজবাড়ি, খোশবাগ কবরস্থান, কাটরা মসজিদ, মতিঝিল পার্ক, কাঠগোলা প্রসাদ সহ একাধিক ইতিহাস প্রসিদ্ধ স্থান রয়েছে। যা পর্যটকদের গায়ে কাঁটা লাগানো অভিজ্ঞতা দিতে পারে।

Advertisements