নিজস্ব প্রতিবেদন : এযাবত যে সকল টিকা রয়েছে তা ১৮ বছর বয়সী অথবা তার বেশি বয়সীদের জন্য। কিন্তু বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ে লক্ষ্য করা যাচ্ছে কম বয়সীরাও প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন। অথচ ১৮ বছর বয়সের কম বয়সীদের টিকা দেওয়ার জন্য কোন ট্রায়াল হয়নি। সেই জায়গায় এবার সুখবর দিলো Covaxin।
ভারত বায়োটেক তাদের করোনা ভ্যাকসিন Covaxin নিয়ে এবার ২ থেকে ১৮ বছর বয়সীদের উপর ট্রায়াল করার ছাড়পত্র পেল। আর এতেই আশার আলো দেখছেন দেশের কোটি কোটি মানুষ। ২/৩ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের সেই ট্রায়ালে যদি এই ভ্যাকসিন সফল হয় তাহলে তা আগামী দিনে ২ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া হবে। পাশাপাশি এই ট্রায়ালে সফলতা মিলে তা বিশ্বের কাছে ভারতীয় ভ্যাকসিন হিসেবে Covaxin আলাদা নজির তৈরি করবে।
Subject Expert Committee (SEC) gives nod to Bharat Biotech's Covaxin for phase 2 and 3 human clinical trials on 2 to 18-year-olds: Sources#COVID19 pic.twitter.com/0FD1y3IGYh
— ANI (@ANI) May 12, 2021
COVAXIN® has been directly supplied to 18 states since May 1st.
Unflinching in our efforts, we will continue the steady supply of our #vaccine.Get yourself and your loved ones vaccinated.#BharatBiotech #COVAXIN #COVID19Vaccine #COVID19 pic.twitter.com/B3mlFT6KoT
— Bharat Biotech (@BharatBiotech) May 11, 2021
[aaroporuntag]
২ থেকে ১৮ বছর বয়সীদের উপর এই ভ্যাকসিন করার জন্য টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকের তরফ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুমতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার CDSCO-এর বিশেষ এক্সপার্ট কমিটি সবুজ সঙ্কেত দেয়। এর পরেই জানা যাচ্ছে খুব দ্রুত এই ভ্যাকসিন এর নতুন ট্রায়াল শুরু হবে। দিল্লি ও পাটনার এইমসে এবং নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে এই ভ্যাকসিনের ট্রায়াল হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।