BHARAT EARTH MOVERS LIMITED: বাংলার ভাগ্য খুলছে বুলেট ট্রেন তৈরি সংস্থার হাতেই, কি বলছে রিপোর্ট

Prosun Kanti Das

Published on:

Advertisements

BHARAT EARTH MOVERS LIMITED: বঙ্গবাসীর জন্য সুখবর! খুব শীঘ্রই বাংলায় হতে চলেছে লক্ষ্মীর প্রবেশ। একটি জনপ্রিয় সংস্থার হাত ধরে নতুন করে বাংলার অর্থনীতি চাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে লাভ হবে বাংলার মানুষের। ভারত আর্থ মুভার্স লিমিটেড সম্প্রতি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে বুলেট ট্রেন তৈরির অর্ডার পেয়েছে। বাংলায় বন্ধ থাকা একটি কারখানা এই সংস্থার হাত ধরেই আবার চালু হতে পারে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।

Advertisements

এর ফলে আশা করা যাচ্ছে বঙ্গের মানুষের আর্থিক উন্নতি ঘটতে পারে এবং কর্মসংস্থান হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, দুর্গাপুরে অবস্থিত মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশন সংস্থার ৪৮ শতাংশের মালিকানা ভারত আর্থ মুভার্স লিমিটেডের হাতে। এই ভারত আর্থ মুভার্স লিমিটেড (BHARAT EARTH MOVERS LIMITED) আবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে। বন্ধ থাকা কারখানা যদি আবার এই সংস্থার হাত ধরে নতুন করে খুলে তাহলে সাধারণ মানুষ আশার আলো দেখবে। আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে সবটাই জানতে পারবেন।

Advertisements

আরো পড়ুন: কুখ্যাত জায়গা থেকে সোজা স্বপ্নপুরী, না গেলে মিস করবেন

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশনের কারখানা আপাতত বন্ধ। কিন্তু এই কারখানা খোলার একটা সম্ভাবনা রয়েছে। রিপোর্টের মাধ্যমে যারা যাচ্ছে যে, ‘আই অ্যাম দুর্গাপুর’ নামক এক্স হ্যান্ডেলের তরফ থেকে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এই বন্ধ কারখানা আবার খুলতে পারে। এর জন্যে নাকি মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশনের কনসোর্টিয়াম পার্টনারদের বিশেষ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতা হাইকোর্টে লিকুইডেটরের অফিসে মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশনের কনসোর্টিয়াম পার্টনারদের যাওয়ার কথা ছিল। এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের। বৈঠকটি ডাকার আসল কারণ হলো কারখানাকে পুনরায় চালু করা।

Advertisements

আরো পড়ুন: ৪০ টি শূন্যপদে খুব শীঘ্রই নিয়োগ করা হবে ডেটা এন্ট্রি অপারেটর

ইতিমধ্যে মেটালার্জিকাল অ্যান্ড ইঞ্জিনিয়রিং কনসাল্ট্যান্টস বা মেকন সমীক্ষা চালু করেছে মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশনের কারখানা ফের চালু করার জন্য। রিপোর্টের ভিত্তিতে বলা হচ্ছে যে, মেকন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশনের যে ল্যান্ডব্যাঙ্ক আছে এই বিষয়টি যাতে ব্যবহার করা হয় তা খতিয়ে দেখা হচ্ছে।

বিইএমএল বা ভারত আর্থ মুভার্স লিমিটেড (BHARAT EARTH MOVERS LIMITED) বেশ কয়েকদিন আগেই বরাত পেয়েছিল ভারতের প্রথম বুলেট ট্রেন তৈরি করার। তাই আশা করা যাচ্ছে এই সংস্থার হাত ধরেই তিলোত্তমা নগরীর আর্থিক উন্নতি সম্ভব। আট কামরার দু’টি ট্রেন তৈরি করবে বিইএমএল। দুই বছরের মধ্যেই এই ট্রেন তৈরি করে ফেলবে এই সংস্থাটি। ভারতের প্রথম বুলেট ট্রেন চালু হবে আমদাবাদ-মুম্বই বুলেট ট্র্যাকে। এই বুলেট ট্রেনের গতি হতে পারে ঘণ্টায় ২৮০ কিমি। ট্রেন দুটি তৈরীর জন্য যে চুক্তি করা হয়েছে তাতে খরচ হবে ৮৬৭ কোটি টাকা। জানা গিয়েছে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির তরফ থেকে এই উচ্চগতি সম্পন্ন ট্রেন তৈরির জন্যে টেন্ডার ডাকা হয়েছিল। তার মধ্যে শুধুমাত্র ভারত আর্থ মুভার্স লিমিটেড দরপত্রের আবদেন জানিয়েছিল। ভারতের প্রথম বুলেট ট্রেনের প্রতি বগি তৈরিতে খরচ হবে ২৭.৮৬ কোটি টাকা।

Advertisements