‘জয় শ্রীরাম বলতে যারা বাধা দিচ্ছে তারা পাকিস্তানে যাবে’, ভারতী ঘোষ

Amarnath Dutta

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : লাভপুরের চৌহাট্টা এবং কীর্ণাহার এলাকায় রবিবার বিজেপি নেত্রী ভারতী ঘোষ রোড শো এবং জনসভা করেন। আর এই রোডশো এবং জনসভা থেকে তৃণমূল সরকার এবং তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে করা আক্রমণ করেন। পাশাপাশি তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমাদের দেশের মাটিতে যারা আমাদের জয় শ্রীরাম বলাতে বাধার সৃষ্টি করছে, তারা পাকিস্তানে যাবে।’

Advertisements

Advertisements

পাকিস্তানে পাঠানো প্রসঙ্গে ভারতী ঘোষ বলেন, “যারা দেশদ্রোহীর কাজ করছে। যারা মানুষের অধিকার ছিনতাই করছে। যারা মানুষের হকের জিনিস চুরি করছে তারা যাবে। যারা আমাদের দেশের মাটিতে আমাদের জয় শ্রীরাম বলাতে বাধার সৃষ্টি করছে তারা পাকিস্থানে যাবে।”

Advertisements

পাশাপাশি ভারতী ঘোষ এটাও বলেন, “মানুষ যা চায় তা বলতে পারে এটা সংবিধানের দেওয়া একটি অধিকার। কোনো সরকারি বা বেসরকারি অনুষ্ঠানে যদি আমরা যাই বা কেউ যায়, সেখানে মানুষের মুখে তো আমরা সেলুটেপ লাগিয়ে দেবো না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে ডাক দিয়েছেন সেই ডাকটাকে বড় হৃদয় দিয়ে গ্রহণ করে, মিষ্টি হাসি হেসে, কেন কি সারা বাংলার মানুষ টিভি দেখছে। সারা বাংলার মানুষকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী যদি কিছু বলতেন তাহলে বুঝতাম তিনি উদার হৃদয়ের পরিচয় দিয়েছেন।

এরপরেই তিনি বাক স্বাধীনতা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, “বাংলায় তো গণতন্ত্র স্তব্ধ। বিরোধীরা তো কোথাও কিছু বলতে পারেন না। এমনকি নিজের মাতৃভূমিতে দাঁড়িয়ে জয় শ্রীরাম ডাকও দিতে পারেন না। সুতরাং গতকালকের ঘটনাটাই একটা অঙ্গ যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বাক স্বাধীনতা দিতে চাইছেন না।”

Advertisements