আগেকার দিনে গুলির আওয়াজ কেমন ছিল, আর এখন কেমন, দেখুন ভোম্বলের কীর্তি

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ার এই যুগে সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় নানান ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড এবং ভাইরাল হতে দেখা যায়। এই সকল আপলোড ও ভাইরাল হওয়া ভিডিওই ভাগ্য বদলে দিচ্ছে বহু মানুষের। যেমন ধরুন ভুবন বাদ্যকর, মিলন কুমার অথবা রানু মন্ডল।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় এই যে সকল ভিডিও আপলোড ও ভাইরাল হয়ে থাকে সেই সকল ভিডিওর মধ্য দিয়ে বহু মানুষের নানান সুপ্ত প্রতিভা ধরা পড়ে। ঠিক যেমনটা দেখেছিলাম দুবরাজপুর শহরের ভোম্বলের ক্ষেত্রে। ভোম্বল বাউড়ি একটি মিষ্টির দোকানের কর্মচারী। তবে তার মধ্যে রয়েছে আলাদা প্রতিভা।

Advertisements

ভোম্বল বাউড়ি বিভিন্ন ধরনের পাখির আওয়াজ, কার্টুন চরিত্র মোটু পাতলু ইত্যাদির কন্ঠস্বর হুবহু নকল করতে পারেন। তার এই নকল করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে। তবে এর পাশাপাশি তিনি সেকাল এবং একালের সিনেমার ক্ষেত্রে যে সকল পরিবর্তন এসেছে তা নিয়েও নকল করে শোনান এলাকার বাসিন্দাদের।

Advertisements

সম্প্রতি সেইরকমই ভোম্বলের একটি ভিডিও সামনে এসেছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, ভোম্বল নকল করে শোনাচ্ছেন আগেকার দিনের সিনেমায় গুলির আওয়াজ কেমন হতো এবং বর্তমান সময়ে সিনেমা গুলির ক্ষেত্রে গুলির আওয়াজ কেমন হয়। এর পাশাপাশি তিনি নকল করে দেখিয়েছেন আগেকার দিনে নায়করা মারলে তার আওয়াজ কেমন হতো এবং এখনকার দিনে সেই আওয়াজ কেমন হয়।

এই ভোম্বল বাউড়ি বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত দুবরাজপুর পৌরসভার রঞ্জন বাজারের বাসিন্দা। তিনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। বর্তমানে তার বাড়ি ভেঙে গিয়েছে এবং তিনি তার দাদার বাড়িতে থাকেন। খুব কষ্টের সঙ্গে দিন যাপন করলেও এইভাবে নকল করে সাধারণ মানুষকে বিনোদন দেওয়ার ক্ষেত্রে কোনো খামতি দেখা যায় না তার মধ্যে।

Advertisements