শুধু গান নয়, নাচটাও ভালো পারেন ভুবন বাদ্যকর, দেখিয়ে দিলেন

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : সোশ্যাল মিডিয়া মানেই এখন যাদের নিয়ে মাতামাতি তারা হলেন কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর, রানু মন্ডল আর সম্প্রতি জনপ্রিয়তা অর্জন করা মিলন কুমার। তবে এই তিনজনের মধ্যে সবাইকে ছাপিয়ে গিয়েছেন যিনি তিনি হলেন বাদাম কাকু। ভাইরাল হওয়ার পর দেখতে দেখতে এক বছর কেটে গেলেও তার জনপ্রিয়তা এখনো সমানভাবে বজায় রয়েছে।

Advertisements

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর গ্রামে গ্রামে কাঁচা বাদাম বিক্রি করার সময় তার গান কাঁচা বাদাম ভাইরাল হয়। তারপর থেকেই তার নামডাক চতুর্দিকে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তিনি সেলিব্রেটি হয়ে ওঠেন। এখনো পর্যন্ত সমানতালে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, নিজের পারফরমেন্স দেখাচ্ছেন।

Advertisements

ভাইরাল এই শিল্পী ভুবন বাদ্যকর কাঁচা বাদাম যে গানটির জন্য আজ এই জায়গায় এসেছেন সেটি সম্পূর্ণ তার নিজস্ব সৃষ্টি। গানের কথা থেকে সুর সবকিছুই তার। ভাইরাল হওয়ার পর এইরকম তিনি একাধিক গান লিখেছেন এবং সেগুলিতে সুর দিয়েছেন। তবে তিনি যে কেবলমাত্র ভালো গান লিখতে অথবা গাইতে পারেন এমনটা নয়, নাচেও বেশ পারদর্শী তিনি।

Advertisements

সম্প্রতি তার বাড়িতে একটি ইউটিউব সিলভার প্লে বটন আসে। তার ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার পার হওয়ার পর এই প্লে বটন পাওয়া যায়। সেই প্লে বটন পাওয়ার পর তিনি একটি নতুন গান লিখেছেন। সেই গান লেখার পাশাপাশি তাতে সুর দিয়ে গাইতেও দেখা গিয়েছে তাকে। আর এই গান গাওয়ার সময় তিনি তালে তাল মিলিয়ে যেভাবে নেচেছেন তা নজরকাড়া।

ভুবন বাদ্যকর শুধু নাচ গানের ক্ষেত্রে পারদর্শী এমন নয়, পাশাপাশি এবার তিনি অভিনয়ের ক্ষেত্রেও নিজের পারদর্শিতা দেখাবেন। এমনিতেই বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। এবার তিনি যাত্রাপালার হাত দিয়ে অভিনয় জগতেও পা রাখতে চলেছেন। মোটের উপর অজপাড়া গ্রামের এই ভুবন বাদ্যকর যেভাবে তার খেলা দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে তিনি তার বাজার আরও কয়েক বছর ধরে রাখতে সক্ষম হবেন।

Advertisements