এই কারণে আর কাঁচা বাদাম বিক্রি করবেন না ভুবন বাদ্যকর

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এখন সেলিব্রেটি। তিনি এই সেলিব্রেটি হয়েছেন বাদাম বিক্রি করার সময় কাচা বাদাম গান গাওয়ার দৌলতে। বাদাম বিক্রি করতে করতে তিনি কাচা বাদাম গান গাইতেন। পরে সেই গান সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে ভাইরাল হয় এবং তাকে যশ-খ্যাতি দেয়।

ভুবন বাদ্যকরের এই কাঁচা বাদাম গান এখন রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গেছে। ইউরোপ, আমেরিকা, কোরিয়া, আফ্রিকা, তানজানিয়া যেন কোন দেশ নেই, যে দেশের মানুষ এখন এই গানে মাতেন নি। তবে এহেন ভুবন বাদ্যকর এবার ঘোষণা করে দিলেন আর তিনি কাচা বাদাম বিক্রি করবেন না।

কাচা বাদাম বিক্রি না করার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ‘আপনাদের কাছে যখন পৌঁছে গিয়েছি তখন আর বাদাম বিক্রি করতে হবে না।’ আসলে ভুবন বাদ্যকর তার গানের জন্য বৃহস্পতিবার গোধূলি বেলা মিউজিক নামে একটি সংস্থার তরফ থেকে তিন লক্ষ টাকা পান। এদিন তার হাতে দেড় লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয় এবং আগামী সাত দিনের মধ্যে আরও দেড় লক্ষ টাকা থেকে দেওয়া হবে।

ভুবন বাদ্যকর সম্প্রতি গান গাওয়া এবং গানের পরিপ্রেক্ষিতে রোজগারের পথ দেখার কারণে আর আগের অর্থাৎ পুরাতন পেশায় ফিরে যেতে চান না। আগেও তিনি জানিয়েছিলেন নিজের প্রতিভার যে তিনি পরিবারের হাল ফেরাবেন। তার সেই কথাই যেন এখন বাস্তবায়িত হচ্ছে।

ভুবন বাদ্যকর সেলিব্রিটি হওয়ার পর অর্থাৎ তার কাচা বাদাম গান ভাইরাল হওয়ার পর তিনি ইতিমধ্যেই বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে ডাক পেয়েছেন গান করার জন্য। এর পাশাপাশি তিনি সম্প্রতি দাদাগিরিতে অংশগ্রহণ করে সেখান থেকে ট্রফি জিতে এসেছেন। এসবের পরিপ্রেক্ষিতে এবার মনে করা হচ্ছে এই বাদাম বিক্রেতার ভাগ্য ফিরেছে।