লাল্টু : ২০২২ সালে ইউটিউবে কোন ভিডিও সবচেয়ে বেশি চলেছে সেই সংক্রান্ত একটি সমীক্ষা সম্প্রতি সামনে এসেছে। সেই সমীক্ষায় যা উঠে এসেছে তার রীতিমত অবাক করছে প্রত্যেককে। কারণ এই সমীক্ষায় প্রথম দশে যে সকল গান উঠে এসেছে তার মধ্যে বেশ কিছু প্রত্যাশিত হলেও অপ্রত্যাশিত কিছু গান রয়েছে। অপ্রত্যাশিত এই গানের তালিকাতে এই জায়গা করে নিয়েছে ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম।
২০২১-২২ সালে যে সকল সিনেমা গান রিলিজ হয় এবং ইউটিউবে আপলোড হয় সেই সকল গানগুলির মধ্যে প্রত্যাশিতভাবেই তালিকায় প্রথম স্থান অধিকার করেছে পুষ্পা সিনেমার ‘শ্রীবল্লী’ গানটি। এই গানটি এখনো পর্যন্ত ৫৪ কোটি মানুষ দেখেছেন। আবার এই সিনেমারই ‘সামি সামি’ এবং ‘ও আন্তাভা’ গানটি যথাক্রমে ৪৯ কোটি ও ৩৪ কোটি মানুষ দেখেছেন।
স্বাভাবিকভাবেই ‘সামি সামি’ গানটি তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে এবং সপ্তম স্থান অধিকার করেছে ‘ও আন্তাভা’ গানটি। তবে উল্লেখযোগ্য বিষয় হলো দক্ষিণের এই পুষ্পা সিনেমাটি যখন বিশ্বজুড়ে ট্রেনিং হয়ে দাঁড়ায় সেই জায়গাতেও ‘ও আন্তাভা’ গানটিকে হারিয়ে চতুর্থ স্থান অধিকার করেছে ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান। ভুবন বাদ্যকরের এই গানটি এখনো পর্যন্ত ৩৮ কোটি মানুষ দেখেছেন।
ভুবন বাদ্যকর অবশ্য এসব বোঝেন না। কারণ তিনি সাদাসিধা একজন মানুষ। বর্তমানে তার রাজপ্রাসাদের সাজানো-গোছানো বাড়ি, হাতে আইফোন এলেও তিনি একসময় সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতেন না। তবে এই সোশ্যাল মিডিয়ায় যখন তার জীবন বদলে দেয় তখন তিনি ধীরে ধীরে সবকিছু শিখছেন।
২০২২ সালে ইউটিউবে ট্রেন্ডিং ভিডিও হিসাবে তার কাঁচা বাদাম গানটি চতুর্থ স্থান অধিকার করায় তিনি বেজায় খুশি। তিনি জানিয়েছেন, “ভারতের মধ্যে আমার এই গানটি শেরার তালিকায় থাকবে তা আমি কখনো ভাবি নি। এই কৃতিত্ব প্রতিটি মানুষের এবং সেই জন্য আমি প্রত্যেককে নমস্কার জানাচ্ছি।”