রেপো রেট বাড়তেই SBI বাড়াল EMI, বাড়ল FD সুদও, রইল তালিকা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা কয়েক কোটি। যে কারণে এই ব্যাংকের তরফ থেকে কোনো কিছু পরিবর্তন করা মানেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের উপর তার প্রভাব পড়ে।

Advertisements

সম্প্রীতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরপর দু’বার রেপো রেট বৃদ্ধি করার ঘোষণা করেছে। পরপর দু’বার রেপো রেট বৃদ্ধি করা হয় ৪০ ও ৫০ বেসিস পয়েন্ট। এই দুবার রেপো রেট বৃদ্ধি করার পর বর্তমানে রিপোর্ট দাঁড়িয়েছে ৪.৯০ শতাংশ। রেপো রেট বৃদ্ধি পাওয়ার পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্বাভাবিকভাবেই তাদের ঋণগ্রহীতাদের ঋণের উপর সুদের হার অর্থাৎ EMI বৃদ্ধি করেছে। তবে এর পাশাপাশি সুখবর হলো FD অর্থাৎ স্থায়ী আমানতে রাখা অর্থের উপরেও শুধু মিলবে বেশি।

Advertisements

SBI একধাক্কায় বাড়ি এবং গাড়ির ঋণে সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিয়েছে। একমাস এবং তিন মাসের ক্ষেত্রে MCLR ৬.৮৫ শতাংশ থেকে বেড়ে হল ৭.০৫ শতাংশ। ছ’মাস মেয়াদি ইএমআইয়ের ক্ষেত্রে MCLR ৭.১৫ শতাংশ থেকে বেড়ে হল ৭.৩৫ শতাংশ। এক বছর মেয়াদি EMI-এর ক্ষেত্রে সুদের হার ৭.২০ শতাংশ থেকে বেড়ে হল ৭.৪০ শতাংশ। দুই এবং তিন বছর মেয়াদি EMI-এর ক্ষেত্রেও একইভাবে সুদের হার বেড়েছে ২০ বেসিস পয়েন্ট।

Advertisements

২ কোটি টাকার নিচের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ১৫-২০ বেসিস পয়েন্ট হারেই সুদ বাড়ান হয়েছে। SBI-এর তরফ থেকে জানানো হয়েছে, ২১১ দিন থেকে ১ বছর পর্যন্ত স্থায়ী আমানতে ৪.৪০ শতাংশের জায়গায় নতুন সুদ হবে ৪.৬০ শতাংশ।

১ বছর থেকে দু’বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে আগে সুদের হার ছিল ৫.১০ শতাংশ। এখন এই আমানতে সুদ দেওয়া হবে ৫.৩০ শতাংশ করে। ২-৩ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে আগে সুদের হার ছিল ৫.২০ শতাংশ, এখন সুদের হার হল ৫.৩৫ শতাংশ। সবক্ষেত্রেই সিনিয়র সিটিজেনরা ০.৫ শতাংশ সুদ বেশি পাবেন।

Advertisements