ভুবন বাদ্যকরের মুকুটে নয়া পালক, ইউটিউব পাঠালো উপহার

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর। একসময় তিনি গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন। কষ্টের সঙ্গে জীবন যাপন করতে হতো তাকে। বাড়ি বলতে ছিল কেবলমাত্র একটি ভাঙ্গাচুরা খড়ের ছাউনি দেওয়া কুঁড়েঘর। সেখানে পরিবারের সদস্যদের নিয়েই বসবাস করতে হতো।

Advertisements

ভাঙা সেই কুঁড়েঘরে শুধু পরিবারের সদস্যরা নয়, পাশাপাশি তার বাড়ির গৃহপালিত পশুরাও একসঙ্গে থাকতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে তার জীবন। এই ভুবন বাদ্যকর এখন রাজ প্রসাদ সমান বাড়িতে বাস করেন। ব্যবহার করেন দামি স্মার্টফোন। তার এই ভাগ্য রাতারাতিই বদলে গিয়েছে। তার ভাগ্য বদলে দিয়েছে কেবলমাত্র একটি গান কাঁচা বাদাম। এবার এই ভুবন বাদ্যকরের মুকুটে যুক্ত হল নয়া পালক।

Advertisements

ভুবন বাদ্যকর সম্প্রতি ইউটিউব থেকে একটি সিলভার প্লে বটন পেয়েছেন। ইউটিউব থেকে তাকে এই উপহার পাঠিয়ে দেওয়া হয়েছে তার বাড়ির ঠিকানায়। এই প্লে বটন পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত ভাইরাল এই সংগীতশিল্পী ভুবন বাদ্যকর। তবে তিনি তার এই সাফল্যের জন্য সমস্ত কৃতিত্ব দিয়েছেন তার অনুরাগীদের।

Advertisements

ভুবন বাদ্যকর ভাইরাল হওয়ার পর রাতারাতি সেলিব্রেটি হয়ে উঠলে একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করেন। সেই চ্যানেল লঞ্চ করার পর তার সাবস্ক্রাইবার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। দেখতে দেখতে তা কয়েকদিনের মধ্যেই এক লক্ষ সাবস্ক্রাইবার পার করে। ইউটিউবের নিয়ম অনুসারে ১ লক্ষ সাবস্ক্রাইবার পার করার পরিপ্রেক্ষিতে এই সিলভার প্লে বটন দেওয়া হয়ে থাকে।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভুবন বাদ্যকর সম্প্রতি গানের জগতে নিজের আধিপত্য বিস্তারের পাশাপাশি এবার পা রাখতে চলেছেন যাত্রাপালায়। খুব তাড়াতাড়ি তিনি মঞ্চে অভিনয় করবেন। তিনি যে যাত্রাতে অভিনয় করতে চলেছেন তার নাম খোকাবাবুর খেলাঘর।

Advertisements