বাড়ির সঙ্গে তাল মিলিয়ে পোশাক, কৃষ্ণ নামে মজলেন ভুবন বাদ্যকর

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর। পেশায় ছিলেন একজন বাদাম বিক্রেতা, আর এখন শিল্পী। তার নাম যশ খ্যাতি এখন ভুবন ভরা।

Advertisements

এমন খ্যাতি অর্জনের ক্ষেত্রে বহু মানুষকেই সারা জীবন অতিবাহিত করতে হয়। তবে ভুবন বাদ্যকরের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। তিনি রাতারাতি এই খ্যাতি অর্জন করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার পর এই যশ-খ্যাতি নিমেষে চলে আসে হাতের মুঠোয়। এখন ভুবন বাদ্যকর নিজের মনের মতো একটি বাড়ি তৈরি করেছেন তাঁর এই গান গেয়ে আসা টাকা থেকে।

Advertisements

ভুবন বাদ্যকরের নতুন বাড়িটি সম্পর্কে অনেকেই জানেন না। তার বাড়ির বারান্দা একেবারে রাজমহলের মতো সাজানো হয়েছে। যেখানে রয়েছে ফলস সিলিং, বিভিন্ন রকম আলোর ব্যবস্থা, বিভিন্ন জায়গায় স্পটলাইট, হ্যারিকেন, মাদুর, হাতপাখা, কাপড়, গামছা, সহ আরও কতকি! বারান্দার এই ইন্টেরিয়র ডেকোরেশন তাক লাগাতে পারে যে কাউকেই।

Advertisements

আর এই তাক লাগানো বারান্দায় দাঁড়িয়ে এবার ভুবন বাদ্যকর মানানসই পোশাকে হাতে বাদ্যযন্ত্র নিয়ে কৃষ্ণ নামে মজলেন। মধুর কণ্ঠস্বরে এবং তাক লাগানো বারান্দায় এই কৃষ্ণ নাম আলাদা মাত্রা এনে দিয়েছে। তার এই কৃষ্ণ নামের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভুবন বাদ্যকর এই যে বাড়িটি বানিয়েছেন এর প্রথম ধাপ কিন্তু তৈরি হয়েছে সরকারি প্রকল্পের টাকায়। পরবর্তীতে সেই টাকা খরচ করে ফেলার পর আর বাড়ি বানানো হয়নি। কিন্তু তিনি যখন ভাইরাল শিল্পী হয়ে টাকার মুখ দেখতে শুরু করলেন তারপর এই বাড়ি নতুন করে তৈরি করার কাজ শুরু করান।

বাড়ির ভিতরে বারান্দার যে ডেকোরেশন করা হচ্ছে তা কলকাতার এক শিল্পীর গানের বিনিময়ে করে দিচ্ছেন। ওই শিল্পী ভুবন বাদ্যকরের বাড়ি সাজাবেন আর ভুবন বাদ্যকর পরিবর্তে মঞ্চে গান গেয়ে দেবেন।

Advertisements