সত্যিই দারুণ, না দেখলে মিস করবেন ভুবন বাদ্যকরের বাড়ির অন্দরমহল

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : ধাপে ধাপে শেষ হচ্ছে ভুবন বাদ্যকরের বাড়ি তৈরির কাজ। একতলা এই বাড়ির চার দেওয়াল, ছাদ ঢালাইয়ের পর এখন চলছে বাড়ির ভিতর সাজানো-গোছানোর কাজ। প্রথম থেকেই ভুবন বাদ্যকর জানিয়েছিলেন, বাড়ির ভিতরের বারান্দা সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে। সেই কাজ কতদূর এগোল এবং কেমন হলো, তার এক ঝলক ভিডিও সামনে এসেছে।

Advertisements

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মী নারায়ণ পুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের এই ভুবন বাদ্যকর একসময় ছিলেন বাদাম বিক্রেতা। গ্রামে গ্রামে ঘুরে ফেরি করে বাদাম বিক্রি করতেন। তারপর একদিন তার কাঁচা বাদাম গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তিনি রাতারাতি সেলিব্রেটি হয়ে ওঠেন। রাতারাতি তারকা তকমা পাওয়ার পর হাতে আসতে থাকে টাকা। আর সেই টাকা দিয়ে শখ পূরণে নেমেছেন তিনি।

Advertisements

নিজের শখ পূরণ করার জন্য প্রথম তিনি একটি চারচাকা গাড়ি কেনেন। তবে সেই গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ার পর তা তিনি বিক্রি করে দেন। এরপর তিনি প্রয়োজন বোধ করেন মাথা গোঁজার ছাদের। কারণ জীবনের অনেকটা অংশ থাকে খড়ের চালা, কুঁড়ে ঘরের মধ্যে কাটাতে হয়েছে। আর সেই প্রয়োজনমতো শুরু হয় বাড়ি তৈরীর কাজ।

Advertisements

তিনি যে বাড়িটি তৈরি করছেন তার বারান্দা এবং ভিতরের রুমগুলি মার্বেল, টাইলস, প্লাইউড ইত্যাদি দিয়ে সাজানো হচ্ছে। গত কয়েকদিন ধরে কাজ চলার পর সম্প্রতি ভিতরের বারান্দা সাজানোর কাজ প্রায় শেষের দিকে। আর সেই ছবি এখন সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বাড়ির বারান্দাটির দেওয়াল ঘিয়ে রঙের করা হয়েছে। দেওয়ালে আঁকা হয়েছে ভুবন বাদ্যকরের একটি সুন্দর ছবি।

এছাড়াও সিলিংয়ে দারুন কারুকার্য করা হয়েছে প্লাইউড দিয়ে। বক্স বক্স করে সাজিয়ে তোলা হয়েছে। দরজার ক্ষেত্রেও দারুন কারুকার্য করা হয়েছে। এর পাশাপাশি রয়েছে আলোর নানান কারুকার্য। মোটের উপর ভুবন বাদ্যকরের বাড়ি যে ভাবে সাজানো হয়েছে তা সত্যিই দুর্দান্ত। যে শিল্পীর হাত দিয়ে এমন কারুকার্য করা হয়েছে তার নাম আকাশ বণিক।

Advertisements