‘আমি এখন সেলিব্রেটি’, মেদিনীপুরে গিয়ে বাদাম বিক্রি করবেন না বললেন ভুবন

নিজস্ব প্রতিবেদন : ‘আমি এখন সেলিব্রেটি, তাই সেলিব্রেটি হয়ে বাদাম বিক্রি করলে লজ্জিত হবে!’ ঠিক এই ভাবেই পশ্চিম মেদিনীপুরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর ভুবন বাদ্যকরকে মুখ খুলতে দেখা গেল। এদিন তিনি পশ্চিম মেদিনীপুর যান শাসকদল তৃণমূল হয়ে ভোট প্রচারে।

বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর বুধবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পৌঁছে যান সেখানকার তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তীর হয়ে প্রচারে। ঘাসফুলের পতাকা উড়িয়ে হুড খোলা জিপে তাকে প্রচার করতে দেখা যায়। প্রচার করার সময় হাতে মাইক্রোফোন নিয়ে কাঁচা বাদাম গান শোনান স্থানীয় বাসিন্দাদের। তবে এইভাবে নিজেকে সেলিব্রিটি আখের করার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা শুরু হয়েছে।

বীরভূমের এই বাদাম বিক্রেতা রাতারাতি সেলিব্রেটি হয়ে ওঠেন বাদাম বিক্রি করার সময় তার কাঁচা বাদাম গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে। তবে সম্প্রতি তিনি বিভিন্ন জায়গায় নিজেকে যেভাবে সেলিব্রেটি ভুলে তুলে ধরছেন তানি নিন্দা শুরু করেছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা। কারণ একই ভাবে রাতারাতি সেলিব্রেটি হয়ে ওঠা রানু মন্ডল এই দর্পের কারণেই আজ ফিরে এসেছেন নিজের বাড়িতে। সোশ্যাল মিডিয়ার দর্শকরা সেই পরিস্থিতিকেই স্মরণ করিয়ে দিচ্ছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুবন বাদ্যকর বলেন, “দেখুন আমি এখন সেলিব্রিটি। তাই সেলিব্রিটি হয়ে যদি বাদাম বিক্রি করি, তাহলে লজ্জার বিষয়। লোকে বলবে, এখনও কোথাও কেউ ডাকল না, তাই বাদাম বিক্রি করেন। তাই শিল্পী হয়েই থাকতে চাই। আমি লজ্জিত হব। বাদাম তো বিক্রি হবেই না, লোকে ছবি তুলবে আর চলে যাবে। আমার টাকা হবে কি ভাবে?”

সম্প্রতি ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে পৌঁছে গিয়েছে। তার এইভাবে জনপ্রিয়তা লাভের পর বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে ডাক পাওয়ার পাশাপাশি তিনি সম্প্রতি দাদাগীরির মঞ্চে পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই এই ভাবে নিজেকে সেলিব্রেটি বলে তুলে ধরার পরিপ্রেক্ষিতে রানু মন্ডলের টাটকা স্মৃতি ফুটে উঠছে দর্শকদের সামনে। দর্শকদের সামনে এখন রানু মন্ডলের সেই টাটকা স্মৃতি ফিকে হওয়ার আগেই আবার ভুবন বাদ্যকর! এরপরেই প্রশ্ন উঠছে ভুবন বাদ্যকর নিজেকে সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন তো!