BIET পড়ুয়াদের জাতীয় সড়ক অবরোধ, দাবি কলেজের পঠনপাঠন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : সিউড়ির BIET কলেজের কলেজ শিক্ষক এবং কলেজ ম্যানেজমেন্টের দ্বন্দ্বে কলেজ বন্ধ বিগত এক মাস ধরে। কলেজ পড়ুয়াদের অভিযোগ, শিক্ষক এবং ম্যানেজমেন্টের দ্বন্দ্বে আমরা পড়ুয়ারা ভোগান্তির শিকার হচ্ছি। আমরা কলেজ ফিস দেওয়া সত্ত্বেও আমাদের ক্লাস করতে পারছি না, পরীক্ষা দিতে পারছি না, ফর্ম ফিলাপ বন্ধ বা ক্যাম্পাসিং কিছুই হচ্ছে না। যার প্রতিবাদে আজ বিকাল বেলায় BIET-র কলেজের পড়ুয়ারা ঘন্টা দেড়েক জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

কলেজ পড়ুয়াদের মূল দাবি হলো, শিক্ষকদের সাথে ম্যানেজমেন্টের কি গন্ডগোল তা আমরা দেখতে যাবো না। আমরা বছরের পর বছর কলেজের ফিস দিয়ে আসছি। অথচ বিগত এক মাস ধরে তাদের দ্বন্দ্বে আমাদের পঠন-পাঠন বন্ধ, পরীক্ষা বন্ধ, ক্যাম্পাসিং বন্ধ। তাহলে পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে! এই সমস্ত সমস্যার সুরাহা পেতে আজ তারা কলেজের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বলে জানায়।পড়ুয়াদের মত কলেজের এরকম হালে ভবিষ্যৎ অন্ধকার নিয়ে ভুগছেন প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রী।

অবরোধের ফলে দীর্ঘক্ষন যান চলাচল বন্ধ থাকে জাতীয় সড়কে। কোনরকম যান যাতায়াত করতে পারেনি। অবশেষে ঘটনাস্থলে পুলিশ এসে পড়ুয়াদের শান্ত করে অবরোধ তুলে দেয়।

কিন্তু পড়ুয়াদের হুঁশিয়ারি, কলেজের পঠন-পাঠন, পরীক্ষা এবং ক্যাম্পাসিং নিয়ে প্রশাসন যদি কোনরকম সৎ পথ দেখাতে না পারে তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমরা পড়ুয়ারা কলেজের মধ্যে আমাদের জীবন শেষ করে দেবো।