Underwater Metro: কানে আসবে ঢেউয়ের আওয়াজ, ঘুরে বেড়াবে মাছ! গঙ্গার নিচের মেট্রো নিয়ে বড় পরিকল্পনা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ কয়েক বছর ধরেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেল (Metro Rail) চালু করার জন্য কাজ করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য গঙ্গার নিচে তৈরি করা হয়েছে টানেল, যে টানেলের ভিতর দিয়েই ঝড়ের গতিতে ছুটে যাবে মেট্রো রেল। এই মেট্রো পরিষেবা চালু হলে কত মানুষ যে উপকৃত হবেন তা বলে বোঝানো সম্ভব নয়।

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই মেট্রো পরিষেবা ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের আওতাধীন। এই পরিষেবা গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে শুরু হয়ে যাবে, কিন্তু শুরু আর হচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন কারণে পরিষেবা শুরু করার ক্ষেত্রে দিন পিছিয়ে যাচ্ছে। বারবার দিন পিছিয়ে নিয়ে যাওয়ার ফলে অনেকের মধ্যেই ধৈর্য হারিয়ে যাওয়ার মত লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে। তবে এরই মধ্যে এবার এমন একটি খবর সামনে এলো যা আপনার মন ভরিয়ে দেবে।

প্রথম দিকে অনেকেই ভেবেছিলেন এই মেট্রোপথে যাতায়াতের সময় ট্রেন থেকে গঙ্গা দেখা যাবে। কিন্তু তা নয়। তবে গঙ্গা দেখা না গেলেও গঙ্গার তল দিয়ে যাওয়ার যে অনুভূতি সেই অনুভূতি যাতে যাত্রীরা পান তার জন্য বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে। হাওড়া থেকে মহাকরণ স্টেশন পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে ৫২০ মিটার পথ রয়েছে যা গঙ্গার নিচে পড়ছে। এই পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড। এই পথ পাড়ি দেওয়ার সময় নিয়ে এমন নানান অনুভব করতে পারবেন যাত্রীরা।

আরও পড়ুন 👉 বারবার জল্পনা বাড়িয়েও কেন চালু হচ্ছে না গঙ্গার তলায় মেট্রো! সামনে এলো বড় কারণ

গঙ্গার নিচে যে টানেল তৈরি করা হয়েছে সেই টানেলকে এমন ভাবে সাজানো হচ্ছে যাতে করে যাত্রীদের মনে হবে তারা কোন অ্যাকোয়ারিয়ামের ভিতর দিয়ে ছুটে চলেছেন। ওই টানেলকে ঘন নীল আলোয় সাজানো হয়েছে। এই পথ পাড়ি দেওয়ার সময় যাত্রীদের মনে হবে তারা যেন সত্যি সত্যিই জলের ভেতর দিয়ে ছুটে চলেছেন। এছাড়াও বাঁচবে নানান ধরনের বাদ্যযন্ত্র। একেবারে রাজকীয় অনুভূতি পাবেন যাত্রীরা। এর পাশাপাশি শোনা যাবে জলের ঢেউয়ের আওয়াজ আর এমন মনে হবে যেন আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে সামুদ্রিক অথবা গঙ্গার নিচের বিভিন্ন ধরনের মাছ।

হাওড়া ময়দান থেকে কলকাতাকে জুড়ে দেওয়ার জন্য গঙ্গার ৩৩ মিটার নিচে দুটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। যার মধ্য দিয়ে এই ছুটবে মেট্রোরেল। তবে অনেকের মধ্যেই গঙ্গার নিচে দিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো আলাদা অনুভূতি পাওয়া যাবে কিনা তা নিয়ে কৌতুহল ছিল। সেই কৌতুহল এবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে দূর করে জানিয়ে দেওয়া হল, হ্যাঁ অনুভূতি পাওয়া যাবে। এছাড়াও জানা যাচ্ছে, এই মেট্রো পরিষেবা চালু হওয়ার জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব তাড়াতাড়ি তা চালু হয়ে যাবে।